• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

‘মা’কে নিয়ে একটি আবেগঘন কবিতা

মমতাজ খানমঃ / ৭৫৭ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

মা আমার মা

তোমার টগবগে তাজা মুখখানা আজও আমার চোখের সামনে ভেসে উঠে মা আমার যাবার বেলায় তোমার জলজলে চোখের জল ছল ছল করে ঝরছিলো।

আমি তোমার সন্মুখে জল ফেলিনি মা কেনো জানো? যাবার মূহুর্তে এক ভিবিষিকাময় পরিণতির সৃষ্টি হবে বলে তবে ফেলেছি মা আমি জল ফেলছি।

আর কখন ফেলেছি জানো মা যাবার বেলা পুড়োটা জার্নিতে ফেলেছি মানুষ জার্নি উপভোগ করে এপাশ ওপাশের দৃশ্য উপভোগ করে আর আমি উপভোগ করেছিলাম তোমার অশ্রুজল।

আর সেই যে ঘর থেকে বেড়িয়ে গেলাম আর তোমার মুখখানা দেখার সৌভাগ্য আমার হয়নি আল্লাহপাক কেড়ে নিল তোমাকে আর সারা জনম জনম ধরে আমার এই অশ্রুধারা।

মা তুমি এক পহাড় সমান জল উপহার দিয়ে চলে গেলে আর আমার এই অশ্রু সাগর সমান আমাকে যে পৃথিবীতে ফেলে গেলে আমি বয়ে বেড়াচ্ছি পৃথিবীতে মা না থাকার করুণ দৃশ্যপট।

এদিকে চাই সেদিকে চাই কোথাও তুমি নেই, মা তুমি নেই মানে এই পৃথিবীতে কেউ নেই কিছুই নেই আমার আশেপাশে সকলকিছুই আছে শুধুই আমার পৃথিবীটা নেই মা।

তোমার মাঝেই আমার সকল সুখ নিহিত ছিল মা হতাশা আর দুর্বলতা ছিল তোমার কাছে ছুটে গিয়ে তোমার বুকে মাথাটা গুঁজলেই সকল কিছু ভুলে যেতাম।

তুমি ছিলে আমার দুঃখ ভোলানো জিবন্ত অবয়ব,তুমি ছিলে আমার হৃদপিন্ড, কেনো আমাকে ছেড়ে চলে গেলে মা আমি এতটা পথ তোমায় ছাড়া কি করে পারি দিব বলো মা একটিবার বলো।

তোমার তো বেশি বয়স ছিলনা মা তুমিতো ছিলে আঠারো বছর বয়সিনী একজন কিশোরীর মত তোমার মুখখানা আজও আমার চোখের সামনে ভেসে উঠে কোথাও সুখ মেলেনা মা।

প্রতিবার নামাজে তোমার অবয়ব চোখের সামনে নিয়ে তোমার জন্য দোয়া করি তোমাকে আল্লাহপাক জান্নাতুল ফেরদৌস নসীব করুন মা নেই যার সুখ নেই তার পৃথিবীর সকল সুখ কেবল মায়ের অবয়বে।

লেখিকাঃ
মমতাজ খানম


আরও খবর পড়ুন: