1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে তিনদিন ব্যাপী ভূমি মেলা’ সম্পন্ন, শ্রেষ্ঠদের পুরস্কার প্রদান পটুয়াখালীতে বর্নিল আয়োজনে তিনদিন ব্যাপী ভূমি মেলা’র উদ্বোধন  সুদের টাকার চাপে চিরকুট লিখে আ*ত্মহ*ত্যা, সুদ কারবারিদের দৌরাত্ম্য চরমে ঔষধ বিক্রিতে কমিশন বৃদ্ধিসহ ৪ দফা দাবীতে পটুয়াখালীতে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন  পটুয়াখালী কোস্টগার্ড এর উদ্যোগে ৪’শ জনকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান পটুয়াখালীতে মাস ব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন পটুয়াখালীর ইপিজেড-এ শতাধিক ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ; ক্ষতিগ্রস্তদের মাঝে আনন্দের বন্যা বাউফল হাসপাতালে ১৫ চিকিৎসক পদের ১১পদ শূণ্য, সেবা বঞ্চিত প্রান্তিক মানুষ গলাচিপার ২’য় বৃহত্তম নগরী উলানিয়া বাজার রক্ষার্থে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান পটুয়াখালীতে সিভিল সার্জনের কাছে বিএইচএএ এর স্মারকলিপি প্রদান

গলাচিপায় চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী ভূূইয়াঁ বাহিনীর শোডাউন; এলাকায় আতংক

মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপার চরকাজল ইউনিয়নের আলোচিত নূুরু খান হত্যা মামলার প্রধান আসামী রনি ও ভূইয়াঁ বাহিনীরা বড় চরশিবা এলাকায় সন্ত্রাসী অনুসারীদের নিয়ে যখন তখন প্রকাশ্যে শোডাউন করে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি ও নূরু খান হত্যা মামলার বাদীর পরিবারের উপর হামলাসহ গলাচিপা থানায় একাধিক সাধারণ ডায়েরী করার অভিযোগ পাওয়া গিয়েছে।

ভুক্তভোগী মোঃ আলী ও নিহত নূরু খানের পরিবারের কাছ থেকে জানা যায়, আলোচিত ভূইয়াঁ বাহিনীদের তাণ্ডবে বড়শিবায় জনসাধারণ প্রায় সময়ে আতংকে বসবাস করে আসছে। এছাড়া হত্যা মামলার চিহ্নিত আসামী মন্নান ভূইয়া ও তার সাত ছেলে, চুন্নু ভূূইয়াঁ, মনির ভূূইয়াঁ, রাহাত ভূইয়া ও আহাদ ভূইয়াসহ তার সকল সন্ত্রাসী বাহিনী হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় জমি দখল, তরমুজ চাষীদের উপর চাদাঁ দাবী, জবর দখল, স্লুইসগেট বাজারে আতংক ছড়ানো, শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেয়া ও দেশী-বিদেশী অস্ত্র নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে এলাকায় ভীতি সৃষ্টি করে বেড়াচ্ছে। আমরা জনসাধারণ প্রতিনিয়তই হামলার শিকার হচ্ছি। জীবনের নিরাপত্তা চেয়ে তাদের বিরুদ্ধে আমরা নির্যাতিতরা গলাচিপা থানায় গত ৮ এপ্রিল ২০২৪ তারিখে সাধারণ ডায়েরী করেও নিস্তার পাচ্ছিনা। ভূূইয়াঁ বাহিনীর আতংকে বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প থাকলেও কোন কাজ হচ্ছেনা। দিন দিন আরো বেপরোয়া হয়ে হত্যা মামলা তুলে নেয়ার জন্য বহুবার হুমকি-ধামকি সহ এলাকায় প্রকাশ্যে শোডাউন দিয়ে জনমনে ভীতি তৈরী করছে। এ যেনো জনসাধারণ ও প্রশাসন ভূূইয়াঁ বাহিনীদের কাছে জিম্মি!

তারা আরো বলেন, এ ঘটনায় সন্ত্রাসী ভূূইয়াঁ বাহিনীদের হামলার শিকার মোঃ মেহেদী হাসান বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে রনি বাহিনীর বিরুদ্ধে গলাচিপা থানায় গত ১৬ মার্চ ২০২৪ ইং তারিখে একটি সাধারণ ডায়েরী করেন যার নম্বর ৬৫৯। এছাড়াও একই ঘটনায় সাহিদা আক্তার বাদী হয়ে ২৯ মার্চ ২০২৪ইং তারিখে একটি ডায়েরী করেন যার নং ১১৭৩ এবং একই ঘটনায় ভূঁইয়া বাহিনীর বিরুদ্ধে চলতি মাসের ১০ এপ্রিল ২০২৪ইং তারিখ (বুধবার) বড় চরশিবা স্লুইসগেট বাজারে হামলার ঘটনায় আবারও মোঃ আলী বাদী হয়ে গলাচিপা থানায় সাধারণ ডায়েরী করেন যার নম্বর ৩৮৮।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান বলেন, “চরকাজল ইউনিয়নের বড় চরশিবা বাজারটি ভোলা জেলার বর্ডার সীমানা হওয়াতে আসামীরা আত্মগোপনে থেকে এ অপকর্মগুলো করছে বলে আমাদের ধারনা। সে অনুযায়ী পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশে বড়শিবা স্লুইসগেট বাজারে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। এছাড়া এলাকার জনসাধারণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখা এবং আসামীদের গ্রেফতার করতে পুলিশ প্রশাসন সর্বক্ষণ কাজ করছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট