বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেল ৪ টায় লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীর মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি (সেলিম ভূইয়া) পটুয়াখালী জেলা ও সদর উপজেলা শাখার আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (সেলিম ভূইয়া) পটুয়াখালী জেলা শাখার সভাপতি শবনম মুস্তারী এবং সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (সেলিম ভূইয়া) পটুয়াখালী সদর উপজেলা শাখার সভাপতি ও লোহালিয়া নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন।
এ সময় বক্তব্য রাখেন আব্দুর রব, গোলাম রহমান ও মোঃ আবদুল মতিন প্রমুখ। বক্তারা দেশের জন্য বেগম জিয়ার অবদান এবং গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং দ্রুত সুস্থ হয়ে যাতে তিনি আবার সবার মাঝে ফিরে আসতে পারেন এই কামনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখার প্রাক্তন সভাপতি মোঃ শাহাবুদ্দিন, প্রাক্তন সাধারণ সম্পাদক মোঃ আবদুর রব, সদর উপজেলা শাখার প্রাক্তন সভাপতি মোঃ শাহজাহান তালুকদার ও মোঃ আব্দুল বারেক, সদর উপজেলা শাখার প্রাক্তন সভাপতি হুমায়ুন কবির, কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ, বাংলাদেশ শিক্ষক সমিতি (সেলিম ভুইয়া) পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক মনজুরুল আহসান ও আতাহার উদ্দীন কারিগরি কলেজ এর অধ্যাপক কামরুন নাহার প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুল গফুর জামে মসজিদ এর ইমাম মাওলানা মোঃ শামীম।
মোঃ ফরিদ উদ্দিন: 













