প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কড়া হুঁশিয়ারি সত্বেও “প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ কেন্দ্রীয় কমিটির আহবানে সারাদেশের ন্যায় পটুয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত সহকারি শিক্ষকদের শাট ডাউনও চলছে, পরীক্ষাও চলছে।
আজ বৃহষ্পতিবার জেলা শহরের বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে, বিদ্যালয়ের সামনে শাট ডাউন লেখা ব্যানার টানানো এবং একই স্কুলে প্রধান শিক্ষক ও অভিভাবকদের সহযোগীতায় বার্ষিক পরীক্ষা চলছে।
জেলা শহরের একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সকালে স্কুলে এসে গেটে তালা ঝুলানো দেখে বিষয়টি উপজেলা শিক্ষা অফিসে অবহিত করলে তারা এসে তালা ভেঙ্গে দেয় এবং আমরা প্রধান শিক্ষকরা স্থানীয় অভিভাবকদের সহযোগীতায় পরীক্ষা নিচ্ছি। সহকারি শিক্ষকরা তাদের ন্যায্য দাবির জন্য শাট ডাউন আন্দোলনের কারনে অনুপস্থিত রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত একাধিক সহকারি শিক্ষক জানান, প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ কেন্দ্রীয় কমিটির ঘোষনা মোতাবেক আমাদের ন্যায্য দাবীতে আন্দোলন চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত এবং ১০ ও ১৬ বছর চাকরি সমাপনান্তে উচ্চতর গ্রেড এর প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চলবে জানান, সহকারি শিক্ষক-শিক্ষিকারা।
জেলা শিক্ষা অফিসার উম্মে সালমা লাইজু জানিয়েছেন, পটুয়াখালী জেলার সদর, গলাচিপা, দশমিনা, কলাপাড়া, মির্জাগঞ্জ উপজেলার সকল বিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে।
প্রকাশ, পটুয়াখালী সদর উপজেলায় ২০৯টিসহ ৮টি উপজেলায় এক হাজার ২৩৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ 














