“অপ্রাপ্তদের কাছে বিড়ি, সিগারেট বিক্রি করা যাবে না”, “ধূমপান হইতে বিরত থাকুন ইহা শাস্তিযোগ্য অপরাধ” এ সম্পর্কিত বিষয়সমূহ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রনে স্থানীয় সুশীল সমাজের বৈঠক অনুষ্ঠিত।
বৃহষ্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টায় চরপাড়া আদর্শ মানবসেবা সংস্থা কার্যালয়ে গ্রামবাংলা উন্নয়ন কমিটির সহযোগী সংস্থা আদর্শ মানবসেবা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আকবর এর সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠিত তামাক নিয়ন্ত্রনে স্থানীয় সুশীল সমাজের বৈঠক-এ বিস্তারিত আলোচনা করেন গ্রামবাংলা উন্নয়ন কমিটির প্রোগ্রাম অফিসার মোঃ নাইম হোসেন। আরও বক্তব্য রাখেন দক্ষিনবঙ্গ নারী মৈত্রী’র সমন্বয়কারী মোঃ মশিউর রহমান, ম্যানেজার ডাঃ এস এম মতিন, বাঁশবাড়িয়া মহিলা উন্নয়ন সংস্থার পারুল হেনা, সমাজ কর্মী মোঃ আলী হোসেন, মোঃ আঃ ওহাব, ছাত্র হান্নান গাজী প্রমুখ।
বক্তারা বলেন তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন লাগানো, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধন) ২০১৩ থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। এ আইন কোন ব্যক্তি লঙ্ঘন করলে, তিনি অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদন্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডনীয় হওয়ার শাস্তির বিধান রয়েছে। কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না।
বক্তারা বলেন, স্কুল-কলেজ- মাদ্রাসা- হাসপাতালের ১০০ মিটারের মধ্যে সিগারেট, বিড়ি, গুল ও জর্দ্দাসহ কোন ধরনের তামাকজাত দ্রব্য ব্যবহার ও বিক্রয় আইনগত নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছে না। ধূমপান মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য জিও- এনজিও সংস্থা সমূহকে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য আহবান জানান বক্তারা।
বৈঠক শেষে গণশুনানি কর্মসূচীর অংশ হিসেবে পাবলিক প্লেসে সকল ধরনের তামাকজাত দ্রব্য ব্যবহার ও বিক্রয় আইনগত নিষিদ্ধ সম্পর্কে প্রচার-প্রচারনা করা হয়।
জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ 














