
জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: “পারস্পরিক সহযোগিতায় সমৃদ্ধ বিশ্ব” এ স্লোগান নিয়ে ৭৭তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৪ টায় জেলা শিল্পকলা একাডেমীতে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপন কমিটির সভাপতি  আলহাজ্ব আবদুস সালাম খান এর সভাপতিত্বে ও কালব সদর ক্লাস্টার পরিষদের সেক্রেটারী বশির আহম্মদ হাওলাদর ও জেলা প্রোগ্রাম অফিসার আঃ রউফ দ্বয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জেলা সমবায় কর্মকর্তা সুস্মিতা গোলদার।
কালব “ঘ” অঞ্চলের সকল ক্রেডিট ইউনিয়ন আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালব লিঃ এর ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার মোতালেব, সেক্রেটারী মোঃ আতিকুল্লাহ সরকার, ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস, ঘ অঞ্চলের মনিকা মুন্সি, কালব’র প্রাক্তন ট্রেজারার গৌতম দেবনাথ, বরগুনা জেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, কালব’র প্রাক্তন ডিরেক্টর শহিদুল ইসলাম ফয়সাল ও কালব লিঃ এর জেনারেল ম্যানেজার প্যাট্রিক পালমা।
আরও বক্তব্য রাখেন সমবায়ী সংগঠক অঞ্জন কুমার দাস, আলমগীর হোসেন বাচ্চু, এ্যাডঃ মেহেদী হাসান উজ্জ্বল, ওমর ফারুক, আবু জাফর মিয়া, লক্ষন দেবনাথ, রতন কুমার সরকার ও মোঃ জাহিদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে কালব ‘ঘ’ অঞ্চলের ৭০টি ক্রেডিট ইউনিয়নের তিন শতাধিক প্রতিনিধি সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
																			 
																		 জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
																জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ								 
 
             
















