জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এ্যাড. মহসীন বলেছেন জান্নাতের মালিক একমাত্র আল্লাহ, দাড়িপাল্লা ও হাত-পাখাসহ কোন নির্বাচনী মার্কা জান্নাত দিতে পারে না। নির্বাচনের সময় কোন কোন রাজনৈতিক দল সহজ-সরল মা-বোনদেরকে ধোকা দিয়ে ভোট চাচ্ছে। এদের মিথ্যাচার ধোকাবাজি থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান বিএনপি নেতা এ্যাডভোকেট মহসীন।
তিনি বৃহষ্পতিবার বিকাল ৪ টায় পটুয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডে মিরাজ ভবনের সামনে পৌর সুশীল সমাজের ব্যানারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে এ কথা বলেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য মা-বোনদেরসহ সকল শ্রেনী পেশার সাধারণের প্রতি আহবান জানান।
মহিলা দলের কর্মী মোসাঃ আতিকা ইসলাম ডলি এর সভাপতিত্বে ও শ্রমিক দলের নেতা কাসেম আকনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহমান খন্দকার, আব্দুল লতিফ তালুকদার, নারী কর্মী নিলুফা ইয়াসমিন, মোসাঃ সোনিয়া আক্তার, মোসাঃ সুখী আক্তার, মর্জিনা বেগম, সুলতানা, ফাতিমা আক্তার মুক্তা, নাজমিন, রাহিমা প্রমুখ। এ বৈঠকে দুই শতাধিক নারী কর্মী উপস্থিত ছিলেন।
বৈঠক চলাকালে ভার্চুয়ালে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন আলতাফ হোসেন চৌধুরী ও তার সুযোগ্য সহধর্মিণী কর্মীবান্ধব নেত্রী সুরাইয়া চৌধুরী।