1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
“কুরআনের আলো সংসদে বাস্তবায়ন করতে চাই” -জামায়াত নেতা মুজিবুর রহমান গৌরনদীতে অ*গ্নি*কাণ্ডে মুদি দোকান পু*রে ছাই; নিঃস্ব পরিবার ‘আমাদের জাতীয় জীবনে, সমাজ ও রাষ্ট্র গঠনে জুলাইয়ের অবদান অপরিসীম’- বাউফল ইউএনও নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সৈকতের ব্যাপক ক্ষয়ক্ষতি পটুয়াখালীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ গ্রহণ পবিত্র কোরআন শরীফ নাজিলের ১৪৪৮ বছর পূর্ণ পটুয়াখালীতে ৫০ বছরের ঐতিহ্যবাহী কাযুস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশের সব সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত পটুয়াখালীতে বিএনপির শহীদ ও প্রয়াত নেতৃবৃন্দের জন্য দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত 

পটুয়াখালীতে ৫০ বছরের ঐতিহ্যবাহী কাযুস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ “শান্তি, শৃঙ্খলা ও ঐক্য”এ শ্লোগান নিয়ে ১৯৭৪  সালে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী কালিকাপুর যুব সংসদ (কাযুস)  এর নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও পুনঃমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় যুব সংসদ কার্যালয়ে সংগঠনটির সাবেক সভাপতি পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট খন্দকার আঃ হাই।

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাজমুল আহসান মুন্না এবং সাবেক ট্রেজারার আলমগীর তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন  নব-নির্বাচিত কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ। সভায় বিদায়ী কমিটির রিপোর্ট পেশ করেন  সাবেক সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির।

আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল আজিজ, সাবেক সভাপতি ফজলুল হক, সাবেক ফুটবলার সোবাহান তালুকদার, সাবেক সভাপতি হানিফ প্যাদা, এ্যাডভোকেট শরীফ সালাউদ্দিন, গাজী সিদ্দিকুর রহমান, খন্দকার মেহেদী হাসান, মোঃ জাকির হোসেন, খন্দকার দিপু, আঃ জলিল তালুকদার, মিন্টু খন্দকার, রাকিব আকন, কাজী সাইফুর রহমান ও সামসুন্নাহার লিলি প্রমুখ।

সভায় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির তার কার্যকালের কার্যক্রম তুলে ধরে বলেন, আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাযুস এর ঐতিহ্য, সুনাম রক্ষাসহ উন্নয়নে আপ্রান চেষ্টা করেছি এবং এ সংগঠনের ফান্ডে প্রায় ২৫ লক্ষ টাকা আমানত রাখতে সক্ষম হয়েছি।

সভায় প্রধান অতিথি এ্যাডভোকেট খন্দকার আঃ হাইসহ অন্যান্য বক্তারা ৫০ বছরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন কালিকাপুর যুব সংসদ স্বাস্থ্যসেবা, ক্রীড়া ও সাংস্কৃতিক এবং সামাজিক উন্নয়নে ব্যাপক সুনাম অর্জন করেছে। আগামীদিনেও নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবাই সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও মানুষের সেবার মানসিকতা নিয়ে কার্যক্রম পরিচালনার জন্য আহবান জানান।

সভার শুরুতে এ সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা প্রয়াত হয়েছেন তাদের রূহের মাগফিরাত এবং তাঁদের সম্মানে দাৃড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় সংগঠনের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান পালনে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন নব-নির্বাচিত সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ ও সাধারণ সম্পাদজ এ্যাডভোকেট নাজমুল আহসান খন্দকার মুন্নাসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট