1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাঙ্গাবালীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ মাদারবুনিয়ায় ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে চারা বিতরণ ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুলাইয়ের অন্যতম মাস্টারমাইন্ড; বিফলে যাবে সকল ষড়যন্ত্র’- বাউফল বিএনপি বাউফলে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউএনও’র মানবিক সহায়তা খাবার বিতরণ পটুয়াখালীতে বিএনপি’র উদ্যোগে বিনামূল্যে ১২’শ কুরআন শরীফ বিতরণ  পটুয়াখালীতে গণঅভ্যুত্থানে জেলার গেজেটভুক্ত ২৪ জন শহীদের স্মৃতি সংরক্ষণে ২৪টি বৃক্ষ রোপণ  পটুয়াখালীতে র‍্যালীসহ বিভিন্ন আয়োজনে বাজুস’র ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  তারেক রহমানের বিরুদ্ধে কুরু*চিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পটুয়াখালীতে যুবদলের উদ্যোগে বিক্ষো*ভ মিছিল  তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উত্তাল বাউফল বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপুর্ন মন্তব্যের প্রতিবাদে পটুয়াখালীতে যুবদলের প্রতিবাদ মিছিল 

পটুয়াখালীতে গণঅভ্যুত্থানে জেলার গেজেটভুক্ত ২৪ জন শহীদের স্মৃতি সংরক্ষণে ২৪টি বৃক্ষ রোপণ 

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালীতে  জেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।

৩৬ জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৯ জুলাই শনিবার বেলা ১১ টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এক শহীদ এক বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এসময় পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, সিভিল সার্জন মোঃ খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো. মোহসীন উদ্দীন, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ এবং গন্যমান্য ব্যাক্তবর্গ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও উপকুলীয় বন বিভাগ পটুয়াখালীর আয়োজনে এ কর্মসূচীতে জেলার গেজেটভুক্ত ২৪ জন শহীদের স্মৃতি সংরক্ষনে ২৪টি বৃক্ষ রোপণ এবং প্রতিটি বৃক্ষের পাশে শহীদের নামসহ তার অবদানের তথ্য সম্বলিত ফলক স্থাপন করা হয়।

এ বৃক্ষ রোপন উপলক্ষে  সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদগণ তাদের জীবন আত্মাহুতি দিয়েছেন। তাদের এ অবদান ভোলার নয়। যারা জীবন দিয়েছেন তাদের আর ফিরে পাওয়া যাবে না, তবে এই বৃক্ষ দীর্ঘ বছর তাদের স্মৃতি বহন করবে।

উল্লেখ্য, ৩৬ জুলাই গণঅভ্যুল্থানে ঢাকা ও চট্রগ্রামসহ বিভিন্ন স্থানে পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় নিহত শহীদ ২৪ জন হলেন- মো. দুলাল সরদার, মো. বাচ্চু হাওলাদার, মো. রায়হান, মো. বশির উদ্দীন, মো. জাহাঙ্গীর হোসেন, মো. মেহেদী হাসান, মো. নবীন তালুকদার, মো. আমিন, মো. আকতারুজ্জামান নাঈম, মো. সাইদুল রহমান ইমরান, হৃদয় চন্দ্র তরুয়া, মো. জাহাঙ্গীর খান, মো. আতিকুল ইসলাম, মো. রাসেল, সাগর গাজী, মামুন হাওলাদার, মো. হাফেজ রাব্বি, মো. মিলন হাওলাদার, মো. জসিম উদ্দিন, জিহাদ হোসেন, মো. জাকির হোসেন, মো. বাবুল মৃধা, মো. আরিফুর রহমান ও মো. রাসেল। এদের সবার নামে একটি করে বিভিন্ন জাতের ২৪টি  গাছের চারা রোপণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট