১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সকালে আন্দোলন, দুপুরেই স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ

বিএম বেলাল, গৌরনদী, বরিশালঃ বরিশালের গৌরনদীতে স্বাস্থ্যসেবায় দুর্নীতি, দায়িত্বে গাফিলতি, টেস্ট বাণিজ্য ও রোগীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এময় বিক্ষুদ্বরা ডা. মনিরুজ্জামানের কুস্পুস্তলিকা দাহ করে। সোমবার সকাল ১০টা থেকে প্রায় দের ঘন্টা ব্যাপী এ আন্দেলন চলে।

এ সময় আন্দোলনকারীরা ‘মনিরুজ্জামান হটাও, স্বাস্থ্য সেবা বাঁচাও’ আমরা ব্যবসায়ী নয়, ডাক্তার চাই’ ‘সরকারি হাসপাতাল নয়, এটা হয়েছে কমিশন ক্লিনিক’। এমন প্রতিবাদী স্লোগানে সরব হয়ে ওঠে মহাসড়ক। এসময় বরিশাল-ঢাকা মহাসড়কের দু’পাশে প্রায় ২কিলোমিটার জুড়ে যানবাহন আটকা পরে।

আন্দোলনকারীরা জানান, গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে সরকারি চিকিৎসাসেবার পরিবর্তে ব্যক্তিস্বার্থে কমিশন বাণিজ্যে লিপ্ত রয়েছেন। সরকারি ল্যাব থাকলেও সেখানে প্রয়োজনীয় টেস্ট হয় না। রোগীদের প্রেসক্রিপশনে ১ থেকে ৭ নম্বর’ লিখে বাইরে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে পাঠানো হয়। যেখানে তিনি মোটা অঙ্কের কমিশন পান বলে অভিযোগ রয়েছে। ফলে সাধারণ রোগীদের বাড়তি টাকা খরচ করতে হচ্ছে এবং ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। এতে সরকারি হাসপাতালের প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে।

সাধারণ মানুষজন অভিযোগ করে বলেন, ‘ডা. মনিরুজ্জামান সেবা দিতে নয়, কমিশন নিতে হাসপাতালে আসেন। এর আগেও ছাত্রজনতা তার কক্ষ থেকে একাধিক প্রাইভেট ল্যাবের মানি রিসিপ্ট জব্দ করেছে। এমন কর্মকর্তার হাতে স্বাস্থ্যসেবা নিরাপদ নয়।’

সোমবার দুপুর পৌনে ১১টার দিকে বিক্ষোভকারীদের শান্ত করতে ঘটনাস্থলে আসেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত তারা মৌরি, সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন ও  মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এ সময় তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। ।

তবে প্রশাসনের এমন আশ্বাসে অবরোধকারীরা আপাতত আন্দোলন প্রত্যাহার করলেও তাদের পক্ষ থেকে উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আগামীকাল সকাল ১০টার মধ্যে যদি ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আর শুধু সড়ক অবরোধ নয়, আমরা উপজেলা নির্বাহী অফিস ও ভূমি অফিস ঘেরাও করব। প্রশাসনকে জানিয়ে দিচ্ছি আর সময় নাই, এবার জনতার ধৈর্যের বাঁধ ভাঙবেই।

প্রতিবাদের একপর্যায়ে আন্দোলনের মুখে কোনো বক্তব্য না দিয়েই হাসপাতাল ত্যাগ করেন ডা. মনিরুজ্জামান। ওই দিনই বিকাল ৪টার দিকে ডা. মনিরুজ্জামানকে বদলির আদেশ হয়েছে বলে (গণমাধ্যম) ফেসবুকে খবর পাওয়া যায়।

এ বিষয়ে বরিশাল জেলা সিভিল সার্জন ডা. এসএম মনজুর এলাহী জানান, গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেন। এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ের উর্ধতন কতৃপক্ষের বরাবর লিখিত আকারে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ডা. মনিরুজ্জামানের বদলির আদেশ লিখিতভাবে পাওয়া যায়নি।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পটুয়াখালী-১ আসনে জামায়াতের নেতৃত্বে ১০ দলীয় জোটের প্রার্থী হলেন এবি পার্টির ডাঃ ওয়াহাব মিনার

গৌরনদীতে সকালে আন্দোলন, দুপুরেই স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ

আপডেট সময়: ০৫:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

বিএম বেলাল, গৌরনদী, বরিশালঃ বরিশালের গৌরনদীতে স্বাস্থ্যসেবায় দুর্নীতি, দায়িত্বে গাফিলতি, টেস্ট বাণিজ্য ও রোগীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এময় বিক্ষুদ্বরা ডা. মনিরুজ্জামানের কুস্পুস্তলিকা দাহ করে। সোমবার সকাল ১০টা থেকে প্রায় দের ঘন্টা ব্যাপী এ আন্দেলন চলে।

এ সময় আন্দোলনকারীরা ‘মনিরুজ্জামান হটাও, স্বাস্থ্য সেবা বাঁচাও’ আমরা ব্যবসায়ী নয়, ডাক্তার চাই’ ‘সরকারি হাসপাতাল নয়, এটা হয়েছে কমিশন ক্লিনিক’। এমন প্রতিবাদী স্লোগানে সরব হয়ে ওঠে মহাসড়ক। এসময় বরিশাল-ঢাকা মহাসড়কের দু’পাশে প্রায় ২কিলোমিটার জুড়ে যানবাহন আটকা পরে।

আন্দোলনকারীরা জানান, গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে সরকারি চিকিৎসাসেবার পরিবর্তে ব্যক্তিস্বার্থে কমিশন বাণিজ্যে লিপ্ত রয়েছেন। সরকারি ল্যাব থাকলেও সেখানে প্রয়োজনীয় টেস্ট হয় না। রোগীদের প্রেসক্রিপশনে ১ থেকে ৭ নম্বর’ লিখে বাইরে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে পাঠানো হয়। যেখানে তিনি মোটা অঙ্কের কমিশন পান বলে অভিযোগ রয়েছে। ফলে সাধারণ রোগীদের বাড়তি টাকা খরচ করতে হচ্ছে এবং ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। এতে সরকারি হাসপাতালের প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে।

সাধারণ মানুষজন অভিযোগ করে বলেন, ‘ডা. মনিরুজ্জামান সেবা দিতে নয়, কমিশন নিতে হাসপাতালে আসেন। এর আগেও ছাত্রজনতা তার কক্ষ থেকে একাধিক প্রাইভেট ল্যাবের মানি রিসিপ্ট জব্দ করেছে। এমন কর্মকর্তার হাতে স্বাস্থ্যসেবা নিরাপদ নয়।’

সোমবার দুপুর পৌনে ১১টার দিকে বিক্ষোভকারীদের শান্ত করতে ঘটনাস্থলে আসেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত তারা মৌরি, সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন ও  মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এ সময় তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। ।

তবে প্রশাসনের এমন আশ্বাসে অবরোধকারীরা আপাতত আন্দোলন প্রত্যাহার করলেও তাদের পক্ষ থেকে উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আগামীকাল সকাল ১০টার মধ্যে যদি ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আর শুধু সড়ক অবরোধ নয়, আমরা উপজেলা নির্বাহী অফিস ও ভূমি অফিস ঘেরাও করব। প্রশাসনকে জানিয়ে দিচ্ছি আর সময় নাই, এবার জনতার ধৈর্যের বাঁধ ভাঙবেই।

প্রতিবাদের একপর্যায়ে আন্দোলনের মুখে কোনো বক্তব্য না দিয়েই হাসপাতাল ত্যাগ করেন ডা. মনিরুজ্জামান। ওই দিনই বিকাল ৪টার দিকে ডা. মনিরুজ্জামানকে বদলির আদেশ হয়েছে বলে (গণমাধ্যম) ফেসবুকে খবর পাওয়া যায়।

এ বিষয়ে বরিশাল জেলা সিভিল সার্জন ডা. এসএম মনজুর এলাহী জানান, গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেন। এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ের উর্ধতন কতৃপক্ষের বরাবর লিখিত আকারে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ডা. মনিরুজ্জামানের বদলির আদেশ লিখিতভাবে পাওয়া যায়নি।