• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

টানা বর্ষন ও জোয়ারের পানিতে পটুয়াখালীর অধিকাংশ সড়ক এলাকায় হাঁটু পানি; দুর্ভোগে জনসাধারণ  

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ / ১৯০ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ অবিরাম ভারী র্বষণ ও  পূর্নিমার জো’র প্রভাবে অতিরিক্ত পানিতে পটুয়াখালী জেলা শহরের অধিকাংশ সড়ক ও এলাকা   তলিয়ে গেছে। গতকাল সোমবার রাত থেকে একটানা বৃষ্টির কারনে আজ মঙ্গলবার সকাল থেকে শহরের প্রধান প্রধান সড়ক ও আশপাশের এলাকাগুলো হাঁটুসমান পানিতে ডুবে যায়।

গতকাল সোমবার বিকাল ৩ টা থেকে মঙ্গলবার বিকাল ৩ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২৪১.৪ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহাবুবা সুখী।

সরজমিনে ঘুরে দেখা গেছে জেলা শহরের নতুন সরকারি মহিলা কলেজ, সরকারি জুবিলী স্কুল, জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ রোড,  চরপাড়া, পোস্ট অফিস সড়ক, পুরান বাজার, পৌরসভার সামনের সড়ক, গাংচিল লেন,  সবুজবাগ, তিতাস সিনেমা হল সংলগ্ন এলাকা ও পুরানবাজারসহ বিভিন্ন এলাকায় টানা বর্ষনে ও জোয়ারের পানিতে হাঁটু পানিতে তলিয়ে গেছে। এ সব সড়ক এলাকার বসতবাড়ি, স্কুল কলেজ ও দোকানসহ বিভিন্ন বেসরকারী অফিসে পানি প্রবেশ করে তলিয়ে গেছে দেখা গেছে।

অপরদিকে অতি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারনে শ্রেনী কক্ষে হাটু পানিত জলবদ্ধতার কারনে শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক  স্কুলে মঙ্গলবারের অর্ধ র্বাষিকী পরীক্ষা স্থগিত রাখা হয়েছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা মিনি জানিয়েছেন। অধিকাংশ দোকানিরা পানির কারনে ব্যবসা বানিজ্য বন্ধ করে ভোগান্তিতে পরেছে। দোকানে থাকা মালামাল নস্ট হচ্ছে বলেও ক্ষতিগ্রস্থরা জানান।

এদিকে জোয়ারের পানি ও ভারী বর্ষনে সদর উপজেলার বিভিন্ন এলাকায় শতকরা ৩০ ভাগ আমনের বীজতলা ক্ষতির আশংঙ্খা রয়েছে বলে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ এখলাছুর রহমান জানিয়েছেন। এছাড়া বাড়ির আঙ্গিনাসহ ক্ষেত খামারের বিভিন্ন সবজি ফসলও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেছে একাধিক সবজি চাষীরা জানিয়েছেন।


আরও খবর পড়ুন: