বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড় ইউনিয়ন যুবদলের আয়োজনে শুক্রবার বিকালে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল আলম সেন্টু খান। বিশেষ কাজে উপস্থিত থাকতে না পেরে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশমূলক বক্তব্য রাখেন।
সভার সভাপতিত্ব করেন যুবনেতা খোকন ফকির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবনেতা শরিফ জসিম উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, গৌরনদী উপজেলা যুবদলের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডকে শক্তিশালী করার একমাত্র পন্থা আমরা যারা দীর্ঘ আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করে মাঠে ছিলাম সংগঠনকে গোছানোর দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। এবং অচিরেই ত্যাগী, নির্যাতিত ও পরিচ্ছন্ন কর্মীদের দ্বারা কমিটি গঠন করা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহমুদুল ইসলাম পান্না সদস্য সচিব বাটাজোড়া ইউনিয়ন বিএনপি, যুবনেতা আজিজুল সরদার, এইচ এম জসিম উদ্দিন, মহিউদ্দিন হাওলাদার, মোয়াজ্জেম হোসেন,এইচ এম ইলিয়াস,রুহুল আমিন মৃধা, সাইদুল মিয়া, মোঃ হাফিজ, শহিদুল মৃধা, মোঃ মিরাজ সিকদার, মোঃ শাকিল,মোঃমাসুদ রানা,মোঃ তানভীর হোসেন, ফয়সাল মৃধা, যুবনেতা, এইচ এম কামরুল হোসেন রাসেলের সঞ্চালনা বক্তব্য রাখেনঃ- বাটাজোড়া ইউনিয়ন যুবনেতা মোঃ আহসান হাবীব,কাওছার হাওলাদার, মিজান শিকদার, রুবেল হাওলাদার , মোয়াজ্জেম হোসেন রুপা, রবিউল সরদার, মামুন হাওলাদার ও আরিফ শরীফ-প্রমূখ।