জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিলে ব্যালট ভোটে নির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবর রহমান টোটনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল করেছে জেলা ছাত্রদল।
শনিবার রাত সাড়ে ৭ টায় স্থানীয় লঞ্চঘাট চত্বর থেকে জেলা ছাত্র দলের আহবায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব কাওসার আহমেদ এর নেতৃত্বে মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ করে মিছিল। মিছিলে জেলা ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা- কর্মী অংশগ্রহন করে জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবর রহমান টোটনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।