তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী বাজারে এক প্রতিবন্ধী ভাসমান ব্যবসায়ীকে চাঁদার দাবিতে মারধরের অভিযোগ উঠেছে তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক ওরফে শহিদ মেম্বারের বিরুদ্ধে। সোমবার (৩০ জুন) দুপুর ১টায় তালতলী মডেল মসজিদের হল রুমে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোঃ আবুল কালাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল কালাম জানান, তিনি প্রায় ১৬-১৭ বছর ধরে তালতলী বাজারে ভূমি অফিস সংলগ্ন সড়কের পাশে কাঁচামালের ভাসমান দোকান পরিচালনা করছেন। গত ২৯ জুন সকাল ৯টার দিকে শহিদ মেম্বার তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শহিদুল হক তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে মারধর করেন। এ সময় চোখে গুরুতর আঘাত পেয়ে তিনি রক্তাক্ত হন এবং দাড়ি ধরে টেনে মাটিতে ফেলে দেওয়া হয়।
আবুল কালাম বলেন, “আমি একজন প্রতিবন্ধী মানুষ, নিয়মিত খাজনা দিয়ে বাজারে ব্যবসা করি। তবুও প্রভাবশালী হওয়ার কারণে শহিদ মেম্বার এমন পাশবিক আচরণ করেছেন। এখন নিজের জীবনের নিরাপত্তা নিয়েই চিন্তিত।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তালতলী বাজার বহুমুখী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া শামিম হাসান, মংসেলন তালুকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া রিয়াজুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, কৃষক দলের জেলা সহসভাপতি হারুন অর রশিদ, উপজেলা কৃষক দলের সভাপতি জাফর প্রমুখ। তারা ঘটনার তীব্র নিন্দা জানান এবং দায়ীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ ঘটনায় আবুল কালাম তালতলী নৌবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, নিরাপত্তা ও আইনগত সহায়তা কামনা করেন।