জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতসসহ বিভিন্ন আয়োজনে পটুয়াখালীতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
রবিবার (০১ জুন) সকাল ১০টায় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে জেলা প্রশাসন, জেলা প্রাণি সম্পদ ও প্রাণি সম্পদ অধিদপ্তরের এলডিডিপি এর সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালী শুরু করে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মির্জাগঞ্জ উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলাউদ্দিন মাসুদের সঞ্চালনায় দিবসের প্রতিপাদ্য “দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে” বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া। আরো বক্তব্য রাখেন সদর উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান নোমান, দুগ্ধ খামারী ইঞ্জিঃ হাফেজ আব্দুল্লাহ ও সানজিদা সুলতানা।
আলোচনা শেষে চিত্রাংঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১৫ শিক্ষার্থীকে সনদ পত্র ও নগদ অর্থ প্রদান করেন অতিথিবৃন্দ।
এছাড়াও বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন উপলক্ষে ২ ও ৩ জুন দু’দিন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে লিকুয়িড প্যাকেট দুধসহ বিভিন্ন পুষ্টযুক্ত খাদ্য বিতরন করা হবে বলে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান জানিয়েছেন।