জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ঘটেছে।
আজ সোমবার (১৯ মে) দুপুরে চকবাজার মেসার্স কবির টেলিকম এর স্বত্ত্বাধিকারী কবির হাওলাদারের মেয়ে রোজ গার্ডেন কেজি স্কুলের ১ম শ্রেনীর শিশু শিক্ষার্থী সুমাইয়া জাহান (৮) স্কুল থেকে এসে বাসার কাউকে না বলে জেলা পরিষদের পুকুরে গোসল করতে এসে বাঁধানো ঘাট থেকে পুকুরে লাফ দেয়। সুমাইয়াকে উঠতে না দেখে, পাশে থাকা প্রত্যক্ষদর্শী এক শিশু এ ঘটনা ঘাটের নিকটে বাসায় জানায়। পরে স্থানীয়রা পুকুরের পানিতে হাতিয়ে শিশুটিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সুমাইয়ার বাবা সাইফুল ইসলাম কবির, মাতা মোসাঃ সুমী আক্তার। বাদ আছর জানাজা নামাজ শেষে তাকে গ্রামের বাড়ি ভায়লা নিয়ে যায়। সেখানে দ্বিতীয় নামাজ শেষে সুমাইয়াকে পারিবারিক গোড়স্থানে দাফন করা হবে বলে স্বজনরা জানান।
মেয়েটির অকাল মৃত্যুতে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।