1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গৌরনদীতে জামায়াতের প্রতিনিধি সম্মেলন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত পটুয়াখালীতে শ্রীগুরু সঙ্ঘের বস্ত্র বিতরণ পটুয়াখালীতে শ্রীগুরু সঙ্ঘের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত দুমকিতে শ্বশুর-শ্বাশুড়ি কর্তৃক বোনকে হ*ত্যার অভিযোগ বাউফলে ভাইয়ের! পটুয়াখালীতে কিন্ডার গার্টেন স্কুল সমূহের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ গৌরনদীর গুরুত্বপূর্ণ সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি; যান চলাচলে মারাত্মক ঝুঁকি জাতীয়করনের দাবীতে পটুয়াখালীতে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন কুয়াকাটা সৈকত থেকে ২ ব্যক্তির লা*শ উদ্ধার বাউফলে পরকিয়ার সন্দেহে স্ত্রীকে কু*পিয়ে হ*ত্যা, শিশু সন্তান নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর মসজিদের ইমামের কাছে স্বেচ্ছাসেবক দলের সভাপতির চাঁদা দাবি, অতপর গ্রেফতার

হজ্জ করানোর নামে মোটা অংকের টাকা নিয়ে প্রতারনা করতেন ফরিদ সিকদার

এম জাফরান হারুন, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

এম জাফরান হারুন, পটুয়াখালীঃ পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের বাসিন্দা ফরিদ সিকদার প্রতারণার একাধিক মামলায় অভিযুক্ত হয়ে অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

তবে গ্রেফতারের সময় নেতৃত্বে ছিলেন বাউফল থানার এসআই মো. মাসুদ খলিফা। বুধবার (১৪ মে-২৫) রাতে তাকে ডেমরা থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। বাউফল থানার মামলা নং: ৪/৭/২৪, যার আওতায় তাকে দণ্ডবিধির ৪২০ এবং ৪০৭ ধারায় অভিযুক্ত করা হয়েছে। সিআর মামলা: ৩৪০/২৪ এবং ১২৪৪/২২ নং মামলায় এনআই অ্যাক্টের ধারা (১) অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। এছাড়াও সিআর মামলা নং ৬৫৯/২৪ রয়েছে।

ফরিদ সিকদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে প্রতারণার মাধ্যমে মোট ৭ লাখ ৩৪ হাজার ৭২০ টাকা আদায় করেন। বাদী আবদুল মালেক আনোয়ারী, পিতা আনোয়ার হোসেন, সাং কৌখালী, ইউনিয়ন- বগা, বাউফল – তিনি সহ আরও তিনজন ভুক্তভোগীর কাছ থেকে এই টাকা নেয়া হয়। এছাড়াও মির্জাগঞ্জ, ঢাকা (বিশেষ করে ডেমরা এলাকা) ও অন্যান্য স্থানেও ফরিদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

অভিযোগকারীদের দাবি, ফরিদের প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই ক্ষতির সম্মুখীন হয়ে হজ্জ করতে যেতে পারেননি। তারা আশা করছেন আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।

ভুক্তভোগীরা বলেন, মনে বড় আশা ছিল নবীজির রওজা জিয়ারত করব। কিন্তু এই ফরিদ আমাদের সাথে প্রতারণা করেছেন যার কারণে আমরা হজ্বে যেতে পারি নাই। আমরা ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এবিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট