জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীর লাউকাঠি নদীতে ডুবে ৮ম শ্রেনীর এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১০ টায় লাউকাঠি নদীর উত্তর পাড় খাদ্য গোডাউনের পূর্বপাশে।
লাউকাঠি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার চন্দন দত্ত জানান, সকাল ১০ টায় লাউকাঠি শহীদ স্মৃতি বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী রাহুল লাউকাঠি নদীর উত্তর পাড় খাদ্য গোডাউনের কাছে নদীতে হাত-পা ধুইতে গেলে পা ফসকে নদীতে পড়ে ডুবে যায়। খবরের ভিত্তিতে পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের লিডার মজিবুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম ঘটনাস্থলে পৌছে দেড় ঘন্টাব্যাপী চেষ্টা করে শিক্ষার্থীর লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
রাহুল গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের বাসু সমাদ্দারের ছেলে। শিক্ষার্থী রাহুল সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের উক্ত নদীর পাড়ে পিসির বাড়িতে থেকে লেখা পড়া করে আসছিল। রাহুলের মৃত্যুতে পিসি বাড়িতে শোকের মাতম চলছে।
পটুয়াখালী সদর থানার এসআই মো. আতিকুর রহমান জানান, “স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”