1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুলাইয়ের অন্যতম মাস্টারমাইন্ড; বিফলে যাবে সকল ষড়যন্ত্র’- বাউফল বিএনপি বাউফলে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউএনও’র মানবিক সহায়তা খাবার বিতরণ পটুয়াখালীতে বিএনপি’র উদ্যোগে বিনামূল্যে ১২’শ কুরআন শরীফ বিতরণ  পটুয়াখালীতে গণঅভ্যুত্থানে জেলার গেজেটভুক্ত ২৪ জন শহীদের স্মৃতি সংরক্ষণে ২৪টি বৃক্ষ রোপণ  পটুয়াখালীতে র‍্যালীসহ বিভিন্ন আয়োজনে বাজুস’র ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  তারেক রহমানের বিরুদ্ধে কুরু*চিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পটুয়াখালীতে যুবদলের উদ্যোগে বিক্ষো*ভ মিছিল  তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উত্তাল বাউফল বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপুর্ন মন্তব্যের প্রতিবাদে পটুয়াখালীতে যুবদলের প্রতিবাদ মিছিল  পটুয়াখালীতে সেনাবাহিনীর সতর্কতামূলক অভিযান: বেপরোয়া অটোরিকশা চালনায় লাগাম ষড়যন্ত্রমূলক দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল 

বাউফলে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে চলা মানববন্ধন পন্ড

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম লাঞ্ছিতের ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী আজম চৌধুরীর বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন চলাকালীন সময় এক বাধায় মানববন্ধন পন্ড হয়েছে। তবে এব্যাপারে দাশপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. মাসুম বিল্লাহ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে মানববন্ধন থেকে ব্যানার সরিয়ে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ই মে) বেলা ১১টার দিকে ওই দাশপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে শতাধিক শিক্ষার্থী সংক্ষিপ্ত পরিসরে একটি মানববন্ধন কর্মসূচী পালন করার উদ্দেশ্যে দাড়ায়। এদিকে শিক্ষার্থীদের দাবী ব্যানার নিয়ে সড়কে দাঁড়াতে গেলে তাদের কাছ থেকে ওই ব্যানার ছিনিয়ে নেয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মানববন্ধন কর্মসূচীতে দাশপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহন কম থাকলেও পার্শ্ববর্তী কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিএনপির অপর একটি অংশের নেতা কর্মীদের উপস্থিতি ছিলো লক্ষনীয়। শিক্ষার্থীরা দাবী করছেন মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে অংশ না নেয় তার জন্য ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে।

শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচী চলাকালীন সময়ে ওই মানববন্ধন কর্মসূচীর অদূরে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে অবস্থান করতে দেখা যায় দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আজম চৌধুরীকে।

এদিকে আলী আজম চৌধুরী দাবী করেন, নিস্পত্তি হয়ে যাওয়া একটি বিষয় নিয়ে অনর্থক অপরাজনীতি করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য অন্যান্য বিদ্যালয় থেকে শিক্ষার্থীদেরকে এখানে নিয়ে আসা হয়েছে।

এবিষয়ে দাশপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাছুম বিল্লাহ বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করা এবং তাঁর শিক্ষা সনদ জাল এমন মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেছে। আমরা তাদেরকে  মানববন্ধন করতে উৎসাহিত বা নিষেধ করিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে বিদ্যালয়ের পরিবেশ রাজনীতিমুক্ত রাখতে সংক্ষিপ্ত পরিসরে মানববন্ধন হলেও ব্যানার সরিয়ে নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট