1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেলা বিএনপির নতুন নেতৃত্বের বাউফলে অভিষেক, হাজারো নেতাকর্মীর সংবর্ধনা  বাউফলে ভূমি সেবা সহজিকীকরণে সহায়তা কেন্দ্র চালু উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ভোলায় প্রায় ৭ কোটি টাকার অ*বৈধ কারেন্ট জাল, পলিথিন, আ*তশবা*জি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশী সিগারেট জব্দ গৌরনদীর গাউছিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ  গৌরনদীর বাটাজোড়ে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের মিছিল  বাউফলে পুকুর পাড় ও বনজ গাছ কেটে ধ্বংস সহ পুলিশের সামনে মা*রধ*রের অভিযোগ পটুয়াখালী আশরাফিয়া মাদ্রাসায় ৪১ কৃতি ছাত্রকে সংবর্ধনা দীর্ঘ ১৮ বছর পর হ*ত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পটুয়াখালীর ঘুডু আরিফ গ্রেফতার

পটুয়াখালীতে কৃষি কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবীতে কৃষক-কৃষানীদের মানববন্ধন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী সদর উপজেলার কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমানকে ষড়যন্ত্রমূলক বদলির আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার দাবীতে সাধারণ কৃষক-কৃষানীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত।

আজ বুধবার ( ৭ মে) বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সদর উপজেলার কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমানের বদলির আদেশ প্রত্যাহার করে পটুয়াখালীতে স্বপদে বহাল রাখার দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের পূর্বে সাধারণ কৃষক- কৃষানীদের মানববন্ধনে বক্তব্য রাখেন কমলাপুর ইউনিয়নের কৃষক মশিউর রহমান ইসা, লোহালিয়া ইউনিয়নের কৃষক মো. জিহাদ হোসেন, একই ইউনিয়নের কৃষানী ফাতিমা জাহান, কৃষক মো. নজরুল ইসলাম, জৈনকাঠী ইউনিয়নের নুরুজ্জামান তালুকদার, কমলাপু ইউনিয়নের মো. বারেক খান, মাদারবুনিয়া ইউনিয়নের কৃষক মো. মিজানুর রহমান, কালিকাপুর ইউনিয়নের মো. মোতাহার আলী প্রমুখ।

এ সময় সাধারণ কৃষকরা তাদের বক্তব্যে বলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান স্যার একজন কৃষক ও কৃষি বান্ধব অফিসার। তিনি এখানে যোগদানের পর প্রতিটি ফসলের আবাদ এবং উৎপাদন অনেক গুনে বেড়েছে। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে নতুন নতুন জাতের সবজি ও ফসলের বীজ- চারা এনে আমাদেরকে চাষাবাদ করাতে ইউনিয়নে ইউনিয়নে ও মাঠে মাঠে গিয়ে পরিদর্শন করে আমাদেরকে পরামর্শ দিয়ে সবজি ও ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করে আসছেন। সারসহ কৃষি প্রনোদনা এবং প্রশিক্ষনের মালামাল সঠিকভাবে বিতরণ করেন। সার ডিলারদেরকে ইউনিয়নে ইউনিয়নে সার নিশে বিক্রি করার জন্য বাধ্য করেন। এতে অসাধু সার ব্যবসায়ী ডিলাররা ষড়যন্ত্র করে টাকা দিয়ে ১২/১৩ জন অকৃষক নারী পুরুষ নিয়ে মানববন্ধন করে স্যারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে ষড়যন্ত্র করে তাকে প্রহসনমূলক বদলি করা হয়েছে। সাধারণ কৃষকরা এ প্রহসনমূলক বদলির আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখার জন্য জেলা প্রশাসকের কাছে জোর দাবী করেছেন তারা।

পরে সাধারণ কৃষক-কৃষানীরা মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত দাবীতে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পেশ করেন। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলবেন বলে কৃষকদেরকে আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট