জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কর্তৃক একপ্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সাজেদুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, পটুয়াখালীর একদল পুলিশ কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে পটুয়াখালী পৌরসভার দক্ষিণ কালিকাপুর জেলখানার দক্ষিণ পাশে, মাদবর বাড়ী গণকবর এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সোলায়মান হাওলাদার ওরফে সোলায়মান বান্টি (৪০) কে আটক করে।
আটককৃত সোলায়মান প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে, এসআই (নিঃ) মোঃ আব্দুল মোন্নাফ বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-৫২/২৫, জিআর নং-২২৯ (পটুয়াঃ), তারিখঃ ২৮-০৪-২০২৫ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনী ১০ (ক)।