জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রী কলেজের অধ্যক্ষ এবং পটুয়াখালী সরকারি কলেজের সাবেক বিভাগীয় (পদার্থ) প্রধান প্রফেসর নূরুল আমিন তালুকদারকে পটুয়াখালীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএসএম নুরুল আক্তার নিলয় কর্তৃক লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে পটুয়াখালী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১ টায় পটুয়াখালী সরকারি কলেজের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. বেল্লাল হোসেন, ইয়ামিন হাওলাদার, মাহফুজ, মো. মিজান, মাহাদী,তাপস, মো. মারুফ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রী কলেজের অধ্যক্ষ এবং পটুয়াখালী সরকারি কলেজের সাবেক বিভাগীয় (পদার্থ) প্রধান প্রফেসর নূরুল আমিন তালুকদার স্যারকে নকল সরবরাহের মিথ্যা অভিযোগ দিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএসএম নুরুল আক্তার নিলয় অধ্যক্ষ নুরুল আমিন তালুকদার স্যারের সাথে অসৌজন্যমূলক আচরণ ও লাঞ্ছিত করে। যা একজন শিক্ষার্থী হয়ে শিক্ষকের অপমান আমরা সাধারণ ছাত্ররা তা সহ্য করতে পারিনা। আমরা শিক্ষক লাঞ্ছিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও ম্যাজিস্ট্রেট নিলয়ের শাস্তি দাবী করছি। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারক লিপি প্রদান করেন শিক্ষার্থীরা।