• বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
গৌরনদীতে জামায়াত যুব বিভাগের আন্তর্জাতিক যুব দিবস পালন মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের নতুন এডহক কমিটি গঠিত পটুয়াখালী পৌরসভার উদ্যোগে ২০টি প্রাথমিক স্কুলে ক্রীড়া উপকরণ বিতরণ সাংবাদিক তুহিন হ*ত্যার প্রতিবাদে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতির সভাপতি পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত পটুয়াখালী পৌরসভায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত পটুয়াখালী জেলা প্রশাসকের সাথে  মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সৌজন্য সাক্ষাত  “জামায়াতের ৩০০ প্রার্থীর তালিকা চূড়ান্ত”-ড. শফিকুল ইসলাম মাসুদ সাংবাদিক তুহিন হ*ত্যাকারীদের বিচার ফাঁ*সির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন পটুয়াখালীতে কলাগাছের ভেলায় ভেসে অসহায় এলাকাবাসীর সংবাদ সম্মেলন

গৌরনদীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা

বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ / ১১২ বার পড়া হয়েছে
Update : বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ বরিশালের গৌরনদী উপজেলার ৫ নং নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের কাছে পরিষদের সদস্যবৃন্দ অনাস্থা প্রস্তাব দাখিল করনে।

প্রস্তাবের কারন হিসেবে সদস্যরা উল্লেখ করেন, গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সচিব রুহুল আমিন পরস্পরের যোগসাজশে পরিষদের সমস্ত বরাদ্দ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন ইউনিয়ন পরিষদের সদস্যরা।

এ বিষয়ে ইউপি সদস্যরা এও বলেন, বিগত দিনে আমরা চেয়ারম্যান ও সচিবের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হই। আমাদের বেতন ভাতাদি উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে প্রাপ্ত হলেও চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির কারনে আমাদের বকেয়া বেতন বাবদ প্রায় ২৪ লক্ষ টাকা পরিষদের কাছে পাওনা রয়েছে। চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করলে আমাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।

এ বিষয়ে নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা বলেন, ১১জন সদস্য নিয়মিত পরিষদে না এসেও তিন মাস পরপর সচিবের কাছ থেকে তাদের বেতন তুলে নিয়ে যায়, যাহা আইনের পরিপন্থী বলে প্রকাশ হয়। আর আমি অনিয়ম বা দূর্নীতি করে থাকলে সঠিক তদন্ত সাপেক্ষে আমার ব্যপারে যেটা ব্যবস্থা হয় তাহা আমি মেনে নিব।

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরী বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর