1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ভূমিসেবা কেন্দ্র আনজুম আইটি কর্ণার উদ্বোধন পটুয়াখালীতে দীর্ঘ ২৩ বছর পর নির্বাচনের মাধ্যমে বিএনপির নেতৃত্ব নির্বাচিত: স্নেহাংশু কুট্টি সভাপতি, টোটন সাধারণ সম্পাদক বাউফলে ড. মাসুদের সহযোগিতায় চোখের আলো ফিরে পেলেন জব্বার ও ডালিয়া পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন; দলের ক্ষতি হয় এমন কাজ না করার নির্দেশ তারেক রহমানের উৎসাহ উদ্দীপনায় ২৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন গৌরনদীতে যুবদলের স*ন্ত্রা*স ও মা*দকমুক্ত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ২৪ জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের স্মরনে গৌরনদীতে জামায়াতের দোয়া অনুষ্ঠিত বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কু*পি*য়ে হ*ত্যা পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে ৮ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন কাল; প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান

গলাচিপায় ভোর রাতে সড়কে গাছ ফেলে ডা*কা*তি, আ*হ*ত-২

এম জাফরান হারুন, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

এম জাফরান হারুন, পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপায় সড়কে গাছ ফেলে যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর রাত ৪টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের মুদিরহাট বাজার সংলগ্ন সিকদার বাড়ির মসজিদের সামনের সড়কে এই ঘটনা ঘটে। ডাকাত দল একাধিক যানবাহন থামিয়ে জিম্মি করে নগদ অর্থ, মোবাইল ফোন ও মালামাল লুট করে নেয় বলে জানা গেছে। জানা গেছে, এসময় কাওসার ও হাফিজ রহমান নামে দুজনকে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় ডাকাতরা।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, ভোর রাতে ১৫-১৬ জনের একদল ডাকাত সড়কে গাছ ফেলে মোটরসাইকেল, অটো ও ট্রাক থামিয়ে দেয়। পরে ধারালো দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে লুটপাট করে। দুর্ঘটনার শিকার দুমকি থানার বাসিন্দা ট্রাকচালক সজীব বয়াতী গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেছেন।

সজীব বয়াতি তার লিখিত অভিযোগে জানান, মঙ্গলবার রাতে তিনি ও হেলপার আমিনুর রহমান বরিশাল মেট্রো-ড ১১-০০১৪ নম্বর মালবাহী ট্রাকে করে মংলা থেকে গলাচিপার ব্যবসায়ী রাসেল মিয়ার জন্য এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে আসছিলেন। আমখোলা এলাকায় পৌঁছালে সড়কে গাছ পড়ে থাকতে দেখে গাড়ি থামান। তখনই ডাকাতরা চারদিক থেকে ঘিরে ফেলে। অস্ত্রের মুখে তারা ট্রাকে থাকা রাসেল মিয়ার গ্যাস সিলিন্ডার ক্রয়ের জন্য আনা ১ লাখ ৮৫ হাজার টাকা, ড্রাইভারের ৪০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং মারধর করে পালিয়ে যায়।

ব্যবসায়ী রাসেল মিয়া বলেন, আমি দীর্ঘদিন ধরে এই পথে গ্যাস সিলিন্ডার পরিবহন করি। গত সোমবার ৪০৪ পিচ খালি গ্যাস সিলিন্ডার নিয়ে গলাচিপা থেকে ট্রাক ছেড়ে যায়। গ্যাস সিলিন্ডার রিফিল করে এবং ২০৪ পিচ নতুন গ্যাস সিলিন্ডার ক্রয় করার জন্য ১ লাখ ৮৫ হাজার টাকা দিয়েছিলাম ড্রাইভারের কাছে। বুধবার সকালে খবর পাই ডাকাতি হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনা এই পথে আগে ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করছি, দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক। সেই সঙ্গে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। তিনি আরও বলেন, ড্রাইভারের ভাষ্যমতে ঘটনার সময় ওই এলাকায় কোন টহল পুলিশ দেখা যায়নি।

গলাচিপা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত ) জিলোন হাওলাদার বলেন, ঘটনার অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু হয়েছে। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট