• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

গলাচিপায় ভোর রাতে সড়কে গাছ ফেলে ডা*কা*তি, আ*হ*ত-২

এম জাফরান হারুন, পটুয়াখালীঃ / ২০৬ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন

এম জাফরান হারুন, পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপায় সড়কে গাছ ফেলে যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর রাত ৪টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের মুদিরহাট বাজার সংলগ্ন সিকদার বাড়ির মসজিদের সামনের সড়কে এই ঘটনা ঘটে। ডাকাত দল একাধিক যানবাহন থামিয়ে জিম্মি করে নগদ অর্থ, মোবাইল ফোন ও মালামাল লুট করে নেয় বলে জানা গেছে। জানা গেছে, এসময় কাওসার ও হাফিজ রহমান নামে দুজনকে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় ডাকাতরা।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, ভোর রাতে ১৫-১৬ জনের একদল ডাকাত সড়কে গাছ ফেলে মোটরসাইকেল, অটো ও ট্রাক থামিয়ে দেয়। পরে ধারালো দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে লুটপাট করে। দুর্ঘটনার শিকার দুমকি থানার বাসিন্দা ট্রাকচালক সজীব বয়াতী গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেছেন।

সজীব বয়াতি তার লিখিত অভিযোগে জানান, মঙ্গলবার রাতে তিনি ও হেলপার আমিনুর রহমান বরিশাল মেট্রো-ড ১১-০০১৪ নম্বর মালবাহী ট্রাকে করে মংলা থেকে গলাচিপার ব্যবসায়ী রাসেল মিয়ার জন্য এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে আসছিলেন। আমখোলা এলাকায় পৌঁছালে সড়কে গাছ পড়ে থাকতে দেখে গাড়ি থামান। তখনই ডাকাতরা চারদিক থেকে ঘিরে ফেলে। অস্ত্রের মুখে তারা ট্রাকে থাকা রাসেল মিয়ার গ্যাস সিলিন্ডার ক্রয়ের জন্য আনা ১ লাখ ৮৫ হাজার টাকা, ড্রাইভারের ৪০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং মারধর করে পালিয়ে যায়।

ব্যবসায়ী রাসেল মিয়া বলেন, আমি দীর্ঘদিন ধরে এই পথে গ্যাস সিলিন্ডার পরিবহন করি। গত সোমবার ৪০৪ পিচ খালি গ্যাস সিলিন্ডার নিয়ে গলাচিপা থেকে ট্রাক ছেড়ে যায়। গ্যাস সিলিন্ডার রিফিল করে এবং ২০৪ পিচ নতুন গ্যাস সিলিন্ডার ক্রয় করার জন্য ১ লাখ ৮৫ হাজার টাকা দিয়েছিলাম ড্রাইভারের কাছে। বুধবার সকালে খবর পাই ডাকাতি হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনা এই পথে আগে ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করছি, দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক। সেই সঙ্গে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। তিনি আরও বলেন, ড্রাইভারের ভাষ্যমতে ঘটনার সময় ওই এলাকায় কোন টহল পুলিশ দেখা যায়নি।

গলাচিপা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত ) জিলোন হাওলাদার বলেন, ঘটনার অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু হয়েছে। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।


আরও খবর পড়ুন: