1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পটুয়াখালীতে ভূমিসেবা কেন্দ্র আনজুম আইটি কর্ণার উদ্বোধন পটুয়াখালীতে দীর্ঘ ২৩ বছর পর নির্বাচনের মাধ্যমে বিএনপির নেতৃত্ব নির্বাচিত: স্নেহাংশু কুট্টি সভাপতি, টোটন সাধারণ সম্পাদক বাউফলে ড. মাসুদের সহযোগিতায় চোখের আলো ফিরে পেলেন জব্বার ও ডালিয়া পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন; দলের ক্ষতি হয় এমন কাজ না করার নির্দেশ তারেক রহমানের উৎসাহ উদ্দীপনায় ২৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন গৌরনদীতে যুবদলের স*ন্ত্রা*স ও মা*দকমুক্ত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ২৪ জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের স্মরনে গৌরনদীতে জামায়াতের দোয়া অনুষ্ঠিত বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কু*পি*য়ে হ*ত্যা পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে ৮ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত

দুমকিতে ৮০ বছরের বৃদ্ধা নানীকে ধ*র্ষ*ণে*র পর গ*লাটি*পে হ*ত্যা

এম জাফরান হারুন, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

এম জাফরান হারুন, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকীতে হামলার পরে ৮০ বছরের বৃদ্ধা নানীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে নাতি মনির নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

এদিকে বখাটের হামলায় আহত বৃদ্ধার ছেলে ওমর ফারুক ওরফে বাবুল খানকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি বৃদ্ধার চাচাতো নাতি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। নানাবাড়ির সুবাদে বর্তমানে একই বাড়িতে বসবাস করলেও তার মূল বাড়ি লেবুখালী ইউনিয়নের বাদশাবাড়ি এলাকায়। তার বাবার নাম হোসেন মিয়া।

স্থানীয় লোকজনের ভাষ্য, গভীর রাতে আকবর খানের বসতঘরের সামনে গিয়ে প্রথমে বাবুলের স্ত্রী রাশিদা বেগমের কাছে পানি পান করতে চান অভিযুক্ত মনির। ভয়ে রাশিদা দরজা না খুললে ঘরের পেছনের দিক থেকে ভেঙে ঘরে ঢুকে টাকা দাবি করে বাবুলকে পিটিয়ে জখম করে মনির। তাণ্ডবের একপর্যায়ে অন্ধ বৃদ্ধা পিয়ারা বেগমকে ধর্ষণ করে হত্যা করে সে। অপরদিকে ঘর ভাঙার শব্দ পেয়েই ভয়ে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী ঘরে আশ্রয় নেন রাশিদা বেগম।

নিহতের ছেলের স্ত্রী রাশিদা বেগম বলেন, ওদের (মনির) সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই। গতকালও সুন্দরভাবে আমাদের সঙ্গে কথা বলে গেছে সে।

অপর স্বজনদের দাবি, মৃত আকবর খানের স্ত্রী পিয়ারা বেগমকে গভীর রাতে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নসহ ধর্ষণের আলামত রয়েছে। তাকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় অভিযুক্তদের ফাঁসির দাবি করেন তারা। এছাড়াও অভিযুক্ত মনির ও তার ছোট ভাইয়ের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ করেন তারা।

এবিষয়ে দুমকী থানার পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুমকী থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে। ঘটনাটির এখনো তদন্ত চলছে বলেও জানিয়েছে দুমকী থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট