1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

“যিনি এমপি ছিলেন, তিনি চাইলে হয়তো আরও আগেই বগা সেতু নির্মাণ করা যেত” -ড. শফিকুল ইসলাম মাসুদ

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ ওই সময়ে বাউফলের যিনি এমপি ছিলেন, তিনি জোরালোভাবে চাইলে হয়তো আরও আগে সেতু নির্মাণ করা যেত। বগার লোহালিয়া নদীতে সেতু বাস্তবায়নের দাবিতে ইতিমধ্যে ঢাকায় একটি কমিটি হয়েছে। তাদের সাথে আমার এ বিষয় নিয়ে যোগাযোগ হচ্ছে বলে জানিয়ে বগা লোহালিয়া নদীর উপর সেতু নির্মাণের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

রবিবার (২০ এপ্রিল) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পটুয়াখালী জেলার বাউফলের বগা লোহালিয়া নদীতে একটি সেতু নির্মাণের জন্য স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। এই সেতুটি বাস্তবায়ন হলে ঢাকা থেকে বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলায় যাতায়াত সহজ হবে।

ঢাকা থেকে ৫ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছানো যেত। কিন্তু বগার লোহালিয়া নদীর বগা ফেরিঘাটে এসে ঘরমুখো মানুষদের দুর্ভোগ পোহাতে হয়। ফেরির জন্য অপেক্ষা করতে হয়। বগার লোহালিয়া নদীতে সেতু নির্মাণ করা হলে ৪ উপজেলার ২০ লাখ মানুষের দুর্ভোগ লাগব হবে।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বগার লোহালিয়া নদীতে ৯ম চীন-বাংলাদেশ সেতু নির্মাণের কথা ছিল। সে অনুযায়ী কয়েক দফা সার্ভে করা হয়েছে। সেতুটি আন্তর্জাতিক টেন্ডারের অপেক্ষায় ছিল। এরপর রহস্যজনক কারণে টেন্ডার আহ্বান করা হয়নি।

আমি নিজেও অন্তবর্তীকালীন সরকারের যোগাযোগ উপদেষ্টার সাথে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন। সে অনুযায়ী গত শনিবার চীনের একটি টিম বগায় লোহালিয়া নদী সার্ভে করেছে। এরপরেও প্রয়োজন হলে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরবো। এবং আমি বেঁচে থাকলে বগা লোহালিয়া নদীতে সেতু নির্মাণ হবেই ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট