• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

বাউফলে বাজার দখলকে কেন্দ্র করে সং*ঘ*র্ষ; আ*হ*ত -১০

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ / ১৪৬ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে বাজার দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যার পরে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজারে এ ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় কুদ্দুস বয়াতি (৫৫) ও তার ভাই রেজাউল বয়াতি (৪৫) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মমিনপুর বাজারের ইজারাকে কেন্দ্র করে মোস্তফা আকন গং ও কুদ্দুস বয়াতি গংয়ের মধ্যে বিরোধ চলছে। বর্তমানে ওই বাজারের ইজারাদার কুদ্দুস বয়াতি। আগামী বছরের জন্য যুবদল নেতা মো. রুবেল তার কাছ থেকে সাব-ইজারা নিয়েছেন নুর মোহাম্মদ আকন। আগামী পহেলা বৈশাখ থেকে টোল আদায়ের দায়িত্ব নেবেন নুর মোহাম্মদ আকন।

বুধবার সন্ধ্যার পরে নুর মোহাম্মদ আকন মমিনপুর বাজারে গেলে কুদ্দুস বয়াতি ক্ষোভে ফুঁসে ওঠেন। এক পর্যায়ে নুর মোহাম্মদ আকনকে ধাওয়া করে বাজার থেকে তাড়িয়ে দেন কুদ্দুস বয়াতি গং। এ সময় আতঙ্কিত হয়ে মমিনপুর বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নুর মোহাম্মদ আকনের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মমিনপুর বাজারে গিয়ে মহড়া দেন। এর ফলে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।

কেশবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদ মুন্সি বলেন, কুদ্দুস বয়াতি গং নুর মোহাম্মদ আকনকে ইজারা ছেড়ে দিতে হুমকি দিচ্ছিলেন। কিন্তু নুর মোহাম্মদ আকন রাজী না হওয়ায় কুদ্দুস বয়াতি ক্ষিপ্ত ছিলেন। এ নিয়েই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, “হাট ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”


আরও খবর পড়ুন: