1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম ট্রাস্ট এর উদ্যোগে এতিম-দুঃস্থদের পোষাক ও অর্থ বিতরণ

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষে প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম ট্রাস্ট‘র উদ্যোগে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের এতিম শিক্ষার্থী ও সমাজের দুঃস্থদের মধ্যে নতুন পোষাক ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ মার্চ) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ট্রাস্ট‘র প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর এ কে এম শহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন প্রধান অতিথি হিসেবে এসব সহায়তা বিতরন করেন।

ট্রাস্টের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্ট‘র সভাপতি প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম।

এ পোষাক ও অর্থ বিতরণ এর সময় ট্রাষ্ট‘র সহ-সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র দাসসহ ট্রাস্ট‘র সদস্যগণ, সাংবাদিক এবং বিভিন্ন বেসরকারি এতিমখানার সুপার ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পোষাক বিতরণ পূর্ব ট্রাষ্টের সকল আজীবন সদস্য, সাধারণ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো. আবু সাঈদ।

উল্লেখ্য, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম শহিদুল ইসলাম ২০০৬ সালে অবসরে গিয়ে তার পেনসনের ২০ লক্ষ টাকা দিয়ে তাঁর নামে প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম ট্রাস্ট করেন। সেই থেকে লভ্যাংশের টাকা এবং তাঁর নিকট আত্মীয়- স্বজন ও বন্ধুদের সহাতায় পটুয়াখালীর অসহায়, দুঃস্থদের সাহায্যের পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি এবং গরীব ছাত্র-ছাত্রীদের ফরম পূরনে সহায়তা করে আসছেন। তাঁর অবর্তমানে এ ট্রাস্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অত্র জেলার জেলা প্রশাসক যিনি থাকবেন তিনি। জানালেন প্রফেসর একেএম শহিদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট