• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

“আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়”; আন্তর্জাতিক নারী দিবসে নারী নেতৃবৃন্দ

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ / ১৫৭ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালী প্রেসক্লাবে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) বেলা ১১টায় আন্তর্জাতিক নারী দিবস কমিটি, পটুয়াখালীর আয়োজনে দিবসের প্রতিপাদ্য “আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়” বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত।

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আফরোজা আকবর এর সভাপতিত্বে আলোচনা সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব মাহফুজা ইসলাম। বক্তারা নারীর সম-অধিকার, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও ক্ষমতায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ইতিহাসে নারীরা দীর্ঘ সংগ্রামের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করেছে। ১৮৫৭ সালের নিউ ইয়র্কের নারী শ্রমিকদের আন্দোলন থেকে শুরু করে ১৯৭৫ সালে জাতিসংঘের স্বীকৃতি পর্যন্ত নারী দিবসের ইতিহাস দীর্ঘ এবং সংগ্রামমুখর।

তবে এখনো ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নারীর সিদ্ধান্ত গ্রহণে পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি। নারীর ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার বাস্তবায়নে আন্তর্জাতিক নারী দিবস কমিটি, পটুয়াখালী কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছে। এর মধ্যে রয়েছে— নারীর ওপর সংঘবদ্ধ সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা। নারী, কন্যাশিশু, আদিবাসী, প্রতিবন্ধী ও সংখ্যালঘু নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া। ধর্ষণ, যৌন হয়রানি ও নারী নির্যাতনবিরোধী আইন কার্যকর বাস্তবায়ন ও পরিমার্জন। নারীদের সম্পত্তির উত্তরাধিকার ও সন্তানের অভিভাবকত্বে সমান অধিকার নিশ্চিত করা। ডিজিটাল মাধ্যমে নারীবিদ্বেষী প্রচারণা বন্ধে কঠোর সাইবার আইন প্রণয়ন ও প্রয়োগ। জাতীয় শিক্ষাব্যবস্থায় জেন্ডার সংবেদনশীল শিক্ষা অন্তর্ভুক্ত করা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ বঙ্গ নারী মৈত্রীর পরিচালক মনজুয়ারা, শুকতারার পরিচালক মাহফুজা ইসলাম, জাগরণী মহিলা ফাউন্ডেশনের পরিচালক মোসা. কোহিনুর রেজভী, বাঁশবাড়িয়া মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পারুলহেনা, আদর্শ মানবসেবা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আকবর, ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মো. আমিনুল ইসলাম সিরাজ এবং আদর্শ মানবসেবা সংস্থার কো-অর্ডিনেটর মো. মাসুদ রানা শিবলী।


আরও খবর পড়ুন: