• বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:০৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন বাস্তবায়নে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে ওরেয়েন্টেশন সভা অনুষ্ঠিত গৌরনদীতে জামায়াত যুব বিভাগের আন্তর্জাতিক যুব দিবস পালন মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের নতুন এডহক কমিটি গঠিত পটুয়াখালী পৌরসভার উদ্যোগে ২০টি প্রাথমিক স্কুলে ক্রীড়া উপকরণ বিতরণ সাংবাদিক তুহিন হ*ত্যার প্রতিবাদে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতির সভাপতি পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত পটুয়াখালী পৌরসভায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত পটুয়াখালী জেলা প্রশাসকের সাথে  মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সৌজন্য সাক্ষাত  “জামায়াতের ৩০০ প্রার্থীর তালিকা চূড়ান্ত”-ড. শফিকুল ইসলাম মাসুদ

কলাপাড়ায় ডাঃ জে এইচ খান লেলিনকে অপসারণের দাবিতে মানববন্ধন

মোঃ রিয়াজুর রহমান, পটুয়াখালীঃ / ১২২ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

মোঃ রিয়াজুর রহমান, পটুয়াখালীঃ পটুয়াখালীর “কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাচাও” এমন দাবী নিয়ে শনিবার বেলা ১১টায় হাসপাতালের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইতিপূর্বে অবহেলা ও ভুল চিকিৎসায় একাধিক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা, রোগীর আত্মীয় স্বজন ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন ৷

বক্তারা বলেন, ১৪ বছর ধরে কলাপাড়া হাসপাতালে চাকরি করা চিকিৎসক ডাঃ জে এইচ খান লেলিন এটিকে তার নিজস্ব ব্যবসা কেন্দ্রে পরিণত করেছেন। একাধিক ল্যাব করেছেন। ব্যক্তিগত হাসপাতাল করেছেন। তার নেতৃত্বে মারামারিতে জখম হওয়া একই রোগীকে দুই ধরনের সনদ দেওয়া হয়। এ নিয়ে একাধিক মামলা হয়েছে। তার ভূল চিকিৎসায় বেশ কয়েকজন রোগীর প্রাণ হারিয়েছে। অঙ্গহানিসহ শারীরিক যন্ত্রনা পোহাতে হচ্ছে অনেক রোগীকে। সম্প্রতি ওই ডাক্তারের বিরুদ্ধে বার বার মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়৷ এদিকে নানাভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিতর্কিত এই চিকিৎসককে পদোন্নতি দিয়ে একই হাসপাতালে উপজেলা স্বাস্থ্য প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছিল।

বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে জে এইচ খান লেলিনের অপসারণের দাবি জানান। অন্যথায় কলাপাড়া অচল করে দেওয়ার হুমকি দেন তারা। মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

এবিষয়ে কথা বলার জন্য হাসপাতাল ও ব্যক্তিগত চেম্বারে গিয়ে পাওয়া যায়নি ডা: লেলিনকে। একাধিকবার মুঠোফোনে কল করলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পটুয়াখালীর সিভিল সার্জন স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাঁকে পদোন্নতি দিয়ে একই জায়গায় পদায়ন করা হয়েছে। উর্ধতন কতৃপক্ষ সেখানে সিভিল সার্জন অফিসের করার কিছুই নেই বলে জানান। তারপরও আজকে তাঁর বিরুদ্ধে যে বারবার মানববন্ধন হয়েছে সেটি স্বাস্থ্য অধিদপ্তরকে অবগত করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর