• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

পটুয়াখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান (বাচ্চু), পটুয়াখালীঃ / ২২২ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

মোঃ মেহেদী হাসান (বাচ্চু), পটুয়াখালীঃ পটুয়াখালীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় পটুয়াখালী জেলা সদরের শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে কেক ও পায়রা বেলুন উড়ানোর মধ্যে দিয়ে এই আনুষ্ঠান শুরু হয়। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও সামাজিক নিরাপত্তাকে সামনে রেখে ২০২৫ সালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মূল স্লোগানের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি বরিশাল রেঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গণী, বিশেষ অতিথি হিসেবে ডাঃ এস,এম কবির হাসান, জেলা সিভিল সার্জন, সদর সার্কেল এসপি (অতিরিক্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম (সজল), পটুয়াখালী জেলার আনসার কমান্ড্যান্ট নাহিদ হাসান জনি, পায়রা বন্দরের উপ-পরিচালক লেঃ কমান্ডার ইরফানুল আল রিফাত, পটুয়াখালী সেনাক্যাম্পের কমান্ডার মেজর ইমরুল কায়েস ও বাউফল সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ সাকুরসহ পটুয়াখালী ডিভিশনের কমান্ডার সদন চাকমা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় রেঞ্জ কমান্ডার আসাদুজ্জামান গনী বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি মানবিক ও নিরাপত্তামূলক কাজসহ যুব সমাজের সক্ষমতা বৃদ্ধির মৌলিক অধিকার কল্যাণ, ধর্মীয় অনুশাসন বৃদ্ধিসহ সভাপতি ও অন্যান্য অতিথিবৃন্দ বাহিনীর ভূয়সী প্রসংশা করেন। এছাড়াও জেলা সমাবেশ অনুষ্ঠান শেষে আনসার ভিডিপি সদস্যগণদের মাঝে বাইসাইকেল সহ অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।


আরও খবর পড়ুন: