• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

বাউফলে “অপরাধমুক্ত বাউফল চাই” দাবীতে থানায় গণঅভিযোগ

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ / ১৮৯ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ “সংঘাত নয়,শান্তি চাই” এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলায় ক্রমবর্ধমান সহিংসতা, আইনশৃঙ্খলার চরম অবনতি ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শান্তি মিছিল, সমাবেশ এবং থানায় অভিযোগ দাখিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সোমবার (০৩ জানুয়ারি) তিন ঘন্টা ব্যাপি এই কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পাবলিক মাঠে এসে শেষ হয়। পরে সেখানে শান্তি সমাবেশ করেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আয়েশাতুন্নেসা বর্ষার সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন মুহাম্মদ রুহুল আমীন, মুনতাসির তাসরিপ, ফারহান, রুপাই সহ আরো অনেকে।

শিক্ষার্থীরা বলেন, দিনে দিনে সহিংসতা, খুন, চাঁদাবাজি, দখলদারি ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে৷ এই দিন দেখতে আমরা রক্ত দেই নাই। অতি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে প্রশাসনের প্রতি আহবান জানাই। এসময় একটির পর একটি অপরাধ সংগঠিত হওয়ার ঘটনায় প্রশাসন নীরব ভূমিকা পালন করে বলে সমালোচনা করেন শিক্ষার্থীরা।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে বাউফল থানায় ৬৯টি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে সেখানে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা

এ বিষয়ে বাউফল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মাহবুবুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে শিক্ষার্থীরা ৬৯টি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আরও খবর পড়ুন: