1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে টানা ভারী বৃষ্টিপাতের কারনে জলাবদ্ধতা; বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত এসএসসিতে পটুয়াখালীর ৪ স্কুলের সবাই ফেল; জেলায় গড়ে পাসের হার ৫৫.৭২ শতাংশ গৌরনদীতে মাদরাসা ছাত্র মাহফুজ নিখোঁজ ভোলায় যৌথ অভিযানে দেশীয় আ*গ্নেয়া*স্ত্র, তাজা কা*র্তুজ ও চাইনিজ কু*ড়াল*সহ ৩ জনকে আটক করেছে কোষ্ট গার্ড গৌরনদীতে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত পটুয়াখালীতে লঘুচাপের প্রভাবে উপকূলে অতি ভারী বৃষ্টিপাত; সমুদ্র বন্দরে ০৩ ও নদী বন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত টানা বর্ষন ও জোয়ারের পানিতে পটুয়াখালীর অধিকাংশ সড়ক এলাকায় হাঁটু পানি; দুর্ভোগে জনসাধারণ   ৬ দফা দাবীতে পটুয়াখালীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালিত  জেলা বিএনপির নতুন নেতৃত্বের বাউফলে অভিষেক, হাজারো নেতাকর্মীর সংবর্ধনা  বাউফলে ভূমি সেবা সহজিকীকরণে সহায়তা কেন্দ্র চালু

কুকুরকে খাবার দেওয়ায় মসজিদের ইমামকে ঝাড়ু পেটা করলেন আওয়ামী লীগ নেতা

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ পটুয়াখালীতে অবশিষ্ট খাবার কুকুরকে খাওয়ানোর অভিযোগে মসজিদের ইমাম সাহেবকে ঝাড়ু পেটা করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে মোঃ জাহাঙ্গীর হোসেন নামের এক স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ জানুয়ারী) রাতে পটুয়াখালী প্রেসক্লাবে এসে এ ঘটনার বিচার চেয়েছেন ওই ইমাম।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের শিংরাকাটি গ্রামের আল মদীনা জামে মসজিদে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলো কালিশুরী ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ও মসজিদের সহ-সভাপতি আবদুর রব। তারা মসজিদে আসার আগে কোন নামাজের জামাত অনুষ্ঠিত হলে মসজিদ থেকে ইমাম তাড়িয়ে দেয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী।

ওই ইমাম সাহেব পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বলেন, “প্রায় ৪ মাস আগে শিংরাকাটি আল মদীনা জামে মসজিদের ইমাম হিসাবে চাকরি হয়। ডিসেম্বর মাসে শারীরিক অসুস্থতার জন্য একদিন ফজরের আজান দিতে বিলম্ব হয়েছে। এতে মসজিদে এসে আমাকে অনেক গালমন্দ করেন জাহাঙ্গীর হোসেন ও আবদুর রব। পরে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেয় তারা । বিষয়টি মসজিদ কমিটির সবাইকে জানালে তারা মিমাংসার কথা বলেন। তবে কোন সমাধান হয়নি।”

তিনি আরও বলেন, “বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরের বাসা থেকে আমার জন্য খাবার পাঠানো হয়েছে। তবে আমি তাদের দেয়া সম্পূর্ন খাবার খাইতে পারি নাই। পরে অতিরিক্ত খাবার একটা পোষা কুকুরকে দিয়েছি। এতে দুপুর ২ টার দিকে মসজিদে এসে আমাকে ঝাড়ু পেটা করেন জাহাঙ্গীর। এসময় তার স্ত্রী এসে বাঁধা দেয়। পরে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ও মসজিদের সহ-সভাপতি আবদুর রব এসে আমাকে লাঞ্ছিত করে মসজিদ থেকে বের করে দেয়। এসময় জাহাঙ্গীর হোসেনের বাসা থেকে দেয়া দুপুরের খাবার খাচ্ছিলাম আমি, ওই খাবারগুলোও ফেলে দেয় তারা। আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই, আর যাতে কোন ইমামের সাথে এরকম ঘটনা না ঘটে।”

আল মদীনা জামে মসজিদের সভাপতি মোঃ ইউনুস মিয়া বলেন, “আমি বাড়িতে থাকিনা, তবে ভিডিওতে দেখেছি, ঝাড়ু নিয়ে একজন ইমাম সাহেবের কাছে যাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।”

অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, “আমি ওই ইমামের পিছনে ১ মাস পর্যন্ত নামাজ পড়িনা। তবে মসজিদ কমিটি বলছে, এতে ইমাম সাহেবকে খাবার দিয়েছি। না খাইলে আমার খাবার ফেরত দিবে, কুকুরকে দিয়েছে কেনো। এতে আমি গালমন্দ করেছি।” আপনি মসজিদে গিয়ে ইমামকে ঝাড়ু-পেটা ও মারধর করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “এটা আমার অন্যায় হইতে পারে।”

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট