জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে শীতের তিব্রতায় হত দরিদ্র মানুষ যখন দুর্ভোগে, তখন মানবতার সেবায় এগিয়ে এসেছেন প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর একেএম শহীদুল ইসলাম।
শনিবার (৭ ডিসেম্বর) বিকালে পিটিআই ভবনের মিলনায়তনে দুঃস্থ হতদরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম ট্রাস্টের সভাপতি প্রফেসর একেএম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মো. সোহরাব হোসেন, ট্রাস্টের আজীবন সদস্য ও বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার( পিআরএল) মো. নাজমুল হক।
কম্বল বিতরণের সময় ট্রাস্টের সভাপতি প্রফেসর একেএম শহীদুল ইসলাম শীতার্ত দরিদ্র মানুষের জন্য সমাজের সকল মানবিক মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ 














