1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
সুদের টাকার চাপে চিরকুট লিখে আ*ত্মহ*ত্যা, সুদ কারবারিদের দৌরাত্ম্য চরমে ঔষধ বিক্রিতে কমিশন বৃদ্ধিসহ ৪ দফা দাবীতে পটুয়াখালীতে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন  পটুয়াখালী কোস্টগার্ড এর উদ্যোগে ৪’শ জনকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান পটুয়াখালীতে মাস ব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন পটুয়াখালীর ইপিজেড-এ শতাধিক ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ; ক্ষতিগ্রস্তদের মাঝে আনন্দের বন্যা বাউফল হাসপাতালে ১৫ চিকিৎসক পদের ১১পদ শূণ্য, সেবা বঞ্চিত প্রান্তিক মানুষ গলাচিপার ২’য় বৃহত্তম নগরী উলানিয়া বাজার রক্ষার্থে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান পটুয়াখালীতে সিভিল সার্জনের কাছে বিএইচএএ এর স্মারকলিপি প্রদান পটুয়াখালীতে জেলা পরিষদ পুকুরে প্রা*ণ গে*লো শিশু শিক্ষার্থী সুমাইয়ার; পরিবার সহ গোটা এলাকায় শো*কের মাতম বাউফলে দেশীয় ম*দ সহ গ্রে*ফতার-১

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কারীদের গ্রেপ্তারের দাবিতে পটুয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর কুশপুত্তলিকা দাহ্য ঘটনার প্রতিবাদে ও মিছিলকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও থানার সামনে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।

আজ শনিবার সকালে শহরের গোডাউন এলাকা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একটি ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা। মিছিলটি সদর রোড হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার ছবি ও ব্যানার ফ্যাস্টুন পুড়িয়ে বিক্ষোভ করেন তারা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই কর্মকান্ডের প্রতিবাদে শহরের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করে থানার সামনে অবস্থান নেন জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সেখানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্রলীগের ক্যাডারদের অতি দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে পুলিশের প্রতি শ্লোগান দিয়ে থানার সামনের রাস্তা বন্ধ করে দেয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সানি গাজী, পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বেলাল হোসেন। বক্তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদ জানিয়ে তাদেরকে গ্রেফতারের দাবী জানান।

পরে পটুয়াখালী সদর থানা অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ এসে ছাত্রলীগের ক্যাডারদের অবিলম্বে গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ক্যাডাররা ভোর রাতে শহরে একটি ঝটিকা মিছিল করেছে আমি শুনতে পেয়েছি এবং আমি আমার আইনগত ব্যবস্থা নিচ্ছি। আপনারাও আপনারদের সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে তাদেরকে খুৃজে আমাদের সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট