• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

পটুয়াখালীতে স্বামী কর্তৃক স্ত্রীর উপর অমানবিক নির্যাতন; বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ বন্ধ করে দেয়ার অভিযোগ

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ / ১২৮ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ পটুয়াখালীতে স্বামী কর্তৃক স্ত্রীর উপর অমানবিক নির্যাতন করে বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। পটুয়াখালীর পিটিআই রোডস্থ এলিট হোমস নামক ভবনে রবিবার (১৭ নভেম্বর) এমন ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তির নাম দুলাল চন্দ্র দেবনাথ। তিনি পেশায় একজন আইনজীবী। পটুয়াখালী আইনজীবী সমিতিতে আইন পেশায় নিয়োজিত আছেন তিনি।

পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, এ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথ ১৩ বছর পূর্বে পারিবারিকভাবে পটুয়াখালীর বাসিন্দা সোমা দেবনাথকে বিয়ে করেন। তাদের একটি ৪ বছর বয়সী মেয়ে সন্তান রয়েছে। তারা সন্তান নিয়ে পটুয়াখালী পিটিআই রোডে নিজ বাড়ীতে বসবাস করে আসছেন। কিন্তু বিগত কয়েক বছর থেকে দুলাল চন্দ্র দেবনাথ হঠাৎ করে তার স্ত্রী সোমা দেবনাথের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। কখনও কখনও সোমা দেবনাথকে মারধরও করেন তার স্বামী। পরবর্তীতে সোমা দেবনাথ খোঁজ নিয়ে জানতে পারে তার স্বামী অপর একজন মহিলা আইনজীবীর সাথে পরকীয়া করছে এবং তার সাথে বিবাহবহিভূর্তভাবে বসবাস করছে। এমন পরস্থিতিতে বর্তমানে সোমা দেবনাথকে ভরনপোষন না দেয়ায় স্থানীয়ভাবে গন্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ দেন তিনি। এতে অভিযুক্ত আইনজীবী তাৎক্ষনিক ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে গালিগালাজ করে এবং বাসার বিদ্যুৎ, গ্যাস, পানি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে চলে যায় এবং লোক মারফত হুমকি প্রদান করে। বর্তমানে সোমা দেবনাথ বিদ্যুৎ, গ্যাস, পানি ছাড়া অসহায় অবস্থায় বসবাস করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সোমা দেবনাথের একাধিক প্রতিবেশী জানিয়েছেন, সোমা দেবনাথকে তার স্বামী অত্যাচার নির্যাতন করতো। বর্তমানে তারা অবরুদ্ধ এবং অসহায় অবস্থায় রয়েছে।
সোমা দেবনাথের ভাই সুমান দেবনাথ জানান, বোনের উপর অত্যাচার এবং মিথ্যা অভিযোগ দিয়ে থানায় জিডি করেছে দুলাল চন্দ্র দেবনাথ। এখন তার বোন অসহায় এবং বিদ্যুৎ, গ্যাস, পানি ছাড়া সংকটাপন্ন জীবনযাপন করছে।

এ ব্যাপারে অভিযুক্ত দুলাল চন্দ্র দেবনাথ জানান, “আমার স্ত্রী পরকীয়া করে অন্য এক পুরুষের সাথে। তাই আমি ক্ষিপ্ত হয়ে এমন কাজ করেছি। গন্যমান্য ব্যক্তিদের সহায়তায় এই সমস্যার সমাধান করবো।”

পটুয়াখালী সদর থানার ওসি আহমেদ ইমতিয়াজ জানান, “এমন একটি ঘটনা শুনেছি আমি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”


আরও খবর পড়ুন: