• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন ভিপি নুর

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ / ১৮১ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ নিজ এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহনের ঘোষণা দিয়েছেন গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে জেলার গলাচিপা উপজেলার হাই স্কুল মাঠে আয়োজিত গনসংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে, দুই বা এক বছর পর যখনই নির্বাচন হয় আপনারা সমর্থন করলে দেশের অন্য কোন আসনে নয়, নিজের জন্মস্থান থেকেই নির্বাচন করবেন। প্রতিশোধ ও প্রতিহিংসা না করে সংহতি এবং সহনশীলতার রাজনীতি প্রতিষ্টা করতে পুরনো যে দল, পুরোনো যে নেতৃত্ব এই প্যাটার্নে নতুন বাংলাদেশ বিনির্মান সম্ভব নয়। নতুন বাংলাদেশ বিনির্মানে নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব দরকার। গনঅধিকার পরিষদের যে গনজোয়ার উঠেছে। আমরা এই রাষ্ট্র ব্যাবস্থার সংস্কার চাই। একক কোন দল যেন সরকার গঠন করে ফ্যাসিবাদ সৃষ্টি না করতে পারে তাই দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, সংসদের মেয়াদ চার বছর করার দাবি করেছি। সকল দলের যেন সংসদে প্রতিনিধিত্ব থাকে এই প্রস্তাবে অধিকাংশ দল একমত হয়েছে। অপরাজনীতি চর্চা নতুন বাংলাদেশে চলবে না।

গলাচিপা উপজেলা গনঅধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে গণসংবর্ধনায় প্রধান বক্তা ছিলেন দলের সহ-সভাপতি মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য মো. ফাহিম, সহ-সভাপতি আবু হানিফ মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্য সচিব মো. শাহ আলম সিকদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. সোয়েব মাষ্টার, উপজেলা যুবঅধিকার পরিষদের আহ্বায়ক মো. রাসেল প্যাদা, সদস্য সচিব মো. আবুল হোসেন, পৌর যুবঅধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান হারুন ও সদস্য সচিব মো. বশির রাড়ি প্রমুখ।

নুরুল হক নূর আরো বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালবাসায় সিক্ত হয়েছি। দেশের জন্য ভাল কিছু করতে পারলে নিজের আত্মা শান্তি পাবে। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। পাশাপাশি রাষ্ট্রের সংস্কার করে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে।


আরও খবর পড়ুন: