০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পটুয়াখালীতে ৭৬,১৬৪ জন কিশোরীকে দেয়া হবে এইচপিভি টিকা

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচী বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য বিভাগের এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টায় সিভিল সার্জন অফিসের ইপিআই ভবনের সভাকক্ষে এইচপিভি ক্যাম্পেইন-২০২৪ বাস্তবায়নে সিভিল সার্জন অফিস কর্তৃক প্রেস কনফারেন্সে এ ক্যাম্পেইনের লক্ষ্য, উদ্দেশ্য এবং করনীয় বিষয়ে আলোচনা করেন সিনিয়র তথ্য অফিসার অনিমেষ হালদার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ রেজাউর হোসেন, ইউনিসেফ প্রতিনিধি ড. রিপন কুমার দাস, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ভূপেন চন্দ্র মন্ডল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুল ইসলাম ও জেলা ইপিআই সুপারভাইজার মো. মাসুদউজ্জামান।

এ প্রেস কনফারেন্সে মেডিকেল অফিসার ডাঃ ভূপেন চন্দ্র মন্ডল জানান “এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” এ স্লোগান নিয়ে ২৪ অক্টোবর হতে ৪ সপ্তাহ এইচপিভি ক্যাম্পেইনে জেলার ৮ টি উপজেলায় ২০৫৫ শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম-৯ম শ্রেনীর ৭৩৮৪৯ জন কিশোরীকে ও শিক্ষা প্রতিষ্ঠান বর্হিভূত ১০-১৪ বছরের ২৩১৫ জন মোট ৭৬১৬৪ জন কিশোরীকে এক ডোজ করে এইচপিভি টিকা দেয়ার টার্গেট নির্ধারন করা হয়েছে।

এর মধ্যে পটুয়াখালী সদরের ৩৩৯ টি স্কুলের ৫ম-৯ম শ্রেনীর ১২২৬৪ জন ও শিক্ষা প্রতিষ্ঠান বর্হিভূূত ৫১৮ জনসহ মোট ১২৭৮২ কন কিশোরী, পটুয়াখালী পৌরসভায় ৪৮ টি স্কুলের ৩৬৯৬ জন এবং স্কুল বর্হিভূত ২৪ জন কিশোরী, মির্জাগঞ্জের ২০৯ টি স্কুলের ৫৬০৬ কন এবং স্কুল বর্হিভূত ১৮ জন, দুমকিতে ১২৭ টি স্কুলে ৪১৬৩ জন এবং স্কুল বর্হিভূত ১৯ জন, বাউফলের ৪০৩ টি স্কুলের ১৫৪০০ জন এবং স্কুল বর্হিভূত ৩৮৭ জন, দশমিনায় ২১১ টি স্কুলের ৬৪৮৭ জন এবং স্কুল বর্হিভূত ৩৬০ জন, গলাচিপায় ৪০৯ টি স্কুলের ১৬০৮৭ জন এবং স্কুল বর্হিভূত ৫১৮ জন এবং কলাপাড়া উপজেলার ৩০৯ টি স্কুলে ১০১৪৬ জন ও স্কুল বর্হিভূত ৪৭১ জন কিশোরীকে এইচপিভি’র ডোজ দেয়া হবে বলে জানান মেডিকেল অফিসার।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পটুয়াখালীর-৩ আসন’র গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির দুটি কমিটি স্থগিত

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পটুয়াখালীতে ৭৬,১৬৪ জন কিশোরীকে দেয়া হবে এইচপিভি টিকা

আপডেট সময়: ০১:৪৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচী বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য বিভাগের এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টায় সিভিল সার্জন অফিসের ইপিআই ভবনের সভাকক্ষে এইচপিভি ক্যাম্পেইন-২০২৪ বাস্তবায়নে সিভিল সার্জন অফিস কর্তৃক প্রেস কনফারেন্সে এ ক্যাম্পেইনের লক্ষ্য, উদ্দেশ্য এবং করনীয় বিষয়ে আলোচনা করেন সিনিয়র তথ্য অফিসার অনিমেষ হালদার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ রেজাউর হোসেন, ইউনিসেফ প্রতিনিধি ড. রিপন কুমার দাস, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ভূপেন চন্দ্র মন্ডল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুল ইসলাম ও জেলা ইপিআই সুপারভাইজার মো. মাসুদউজ্জামান।

এ প্রেস কনফারেন্সে মেডিকেল অফিসার ডাঃ ভূপেন চন্দ্র মন্ডল জানান “এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” এ স্লোগান নিয়ে ২৪ অক্টোবর হতে ৪ সপ্তাহ এইচপিভি ক্যাম্পেইনে জেলার ৮ টি উপজেলায় ২০৫৫ শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম-৯ম শ্রেনীর ৭৩৮৪৯ জন কিশোরীকে ও শিক্ষা প্রতিষ্ঠান বর্হিভূত ১০-১৪ বছরের ২৩১৫ জন মোট ৭৬১৬৪ জন কিশোরীকে এক ডোজ করে এইচপিভি টিকা দেয়ার টার্গেট নির্ধারন করা হয়েছে।

এর মধ্যে পটুয়াখালী সদরের ৩৩৯ টি স্কুলের ৫ম-৯ম শ্রেনীর ১২২৬৪ জন ও শিক্ষা প্রতিষ্ঠান বর্হিভূূত ৫১৮ জনসহ মোট ১২৭৮২ কন কিশোরী, পটুয়াখালী পৌরসভায় ৪৮ টি স্কুলের ৩৬৯৬ জন এবং স্কুল বর্হিভূত ২৪ জন কিশোরী, মির্জাগঞ্জের ২০৯ টি স্কুলের ৫৬০৬ কন এবং স্কুল বর্হিভূত ১৮ জন, দুমকিতে ১২৭ টি স্কুলে ৪১৬৩ জন এবং স্কুল বর্হিভূত ১৯ জন, বাউফলের ৪০৩ টি স্কুলের ১৫৪০০ জন এবং স্কুল বর্হিভূত ৩৮৭ জন, দশমিনায় ২১১ টি স্কুলের ৬৪৮৭ জন এবং স্কুল বর্হিভূত ৩৬০ জন, গলাচিপায় ৪০৯ টি স্কুলের ১৬০৮৭ জন এবং স্কুল বর্হিভূত ৫১৮ জন এবং কলাপাড়া উপজেলার ৩০৯ টি স্কুলে ১০১৪৬ জন ও স্কুল বর্হিভূত ৪৭১ জন কিশোরীকে এইচপিভি’র ডোজ দেয়া হবে বলে জানান মেডিকেল অফিসার।