জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে পটুয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।
শনিবার (২৮ সেপ্টম্বর) সকাল ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক বিকাশ চন্দ্র দাস, মেহেদী হাসান, আবু বকর সিদ্দিক, মোসাঃ শাহ নেওয়াজ আক্তার, মো. জাকির হোসেন, মনিরুজ্জামান, শাম্মি আক্তার, শাহানাজ লিপি, মোফাজ্জেল হোসেন, নিজাম উদ্দিন, মো. তাহের মিয়া, শংকর চন্দ্র ভক্ত, আব্দুল হক, মো: মামুন প্রমুখ।
বক্তারা বলেন, একজন অষ্টম শ্রেণী পাস ড্রাইভার ভাইদের বেতন গ্রেড ১২ তম। অথচ আমাদের প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক ও সমমান। সেখানে আমাদের বেতন গ্রেড ১৩ তম। এছাড়াও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বেতন গ্রেড দশম, পুলিশের সাব ইন্সপেক্টর, উপসহকারী কৃষি অফিসার, ইউনিয়ন পরিষদ সচিব, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তার পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান হলেও তাদের বেতন গ্রেড দশম এবং নবম। সেক্ষেত্রে আমাদের শিক্ষকদের সাথে কেন এই বৈষম্য। তাই আমরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করছি। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। এ মানববন্ধনে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক সহকারী শিক্ষক- শিক্ষিকা অংশগ্রহন করেন।