• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

“পুলিশ ছাড়া রাষ্ট্র চলতে পারে না”-জহির উদ্দিন স্বপন

বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ / ১৪০ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বরিশাল-১ আসনের সাবেক এমপি এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, পুশিলের সেবা হচ্ছে অক্সিজেনের মতো। আমি যেমন আক্সিজেন ছাড়া নিঃশ্বাস নিতে পারি না, তেমনি পুলিশ ছাড়া দেশ ও রাষ্ট্র চলতে পারে না। শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ, পুলিশ বাহিনীর মতো এমন প্রয়োজনীয় প্রতিষ্ঠানকে কলুষিত করেছেন, দলীয়করন করেছেন, দলীয় হাতিয়ারে রূপান্তরিত করেছেন। পুলিশ বাহিনীকে দিয়ে গুম ও খুন করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন। দেশের পুলিশ বাহিনীকে দলের অস্ত্রে পরিনত করলে সেই দলের কি পরিনতি হয়, পুলিশ প্রশাসন ও বাহিনীর কি পরিনতি হয়, শেষ পর্যন্ত দেশে কত ভোগান্তিতে পড়তে হয়, তা কিন্তু আমরা দেখেছি। গণতন্ত্র হচ্ছে অধিকার এবং সেবাটা সবাইকে সমানভাবে দিতে হবে। সংবিধান অনুযায়ী সংখ্যালঘুদের সেবা দিতে বাধ্য।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে ৮২টি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মনোজ গোমস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, গৌরনদী থানার নবাগত ওসি ইউনুস মিয়া, বার্থী তাঁরা মায়ের মন্দিরের সভাপতি ও সাবেক এএসপি শান্তনু ঘোষ, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন শরীফ, সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদ মিয়া।

ব্ক্তব্য রাকেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা উত্তর বিএনপির সদস্য দুলাল রায় দুলু, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মানিক লাল আচার্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ওয়াহিদুল হক খান ও সদ্য প্রয়াত পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক পৌর কাউন্সিলর হোসাইন মোহাম্মদ তুষারের কবর জিয়ারত করেন।


আরও খবর পড়ুন: