জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম কিবরিয়া মৃধাকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. এ জব্বার খানকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল পটুয়াখালী জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।
পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া কর্তৃক রিসিভড কপি সূত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল পটুয়াখালী জেলা শাখার নতুন কমিটি গঠনের নিশ্চিত হওয়া গেছে।
জেলা শাখার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এ নতুন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম কিবরিয়া মৃধা, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জেলা কমিটির অনুমোদন দেয়ায় কেন্দ্রীয় সভাপতি এম আজিজ উলফত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানকেসহ নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।