সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) ব্রি-ধান ৯৮ এর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ সেপ্টম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর এর অধীন ইউএসএআইডি এর অর্থায়নে আর্ন্তজাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি) এর আয়োজনে আমতলীর চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলীর কৃষি সম্প্রাসারণ অফিসার মোঃ সাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মাঠ সমন্বয়কারী মোঃ আব্দুর রব, আমতলীর উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ বাবুল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন চাষী মোঃ ইব্রাহিম খলিল, নাসির উদ্দিন মোল্লা ও কৃষাণী রাবেয়া বেগম।