1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে র‍্যালীসহ বিভিন্ন আয়োজনে বাজুস’র ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  তারেক রহমানের বিরুদ্ধে কুরু*চিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পটুয়াখালীতে যুবদলের উদ্যোগে বিক্ষো*ভ মিছিল  তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উত্তাল বাউফল বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপুর্ন মন্তব্যের প্রতিবাদে পটুয়াখালীতে যুবদলের প্রতিবাদ মিছিল  পটুয়াখালীতে সেনাবাহিনীর সতর্কতামূলক অভিযান: বেপরোয়া অটোরিকশা চালনায় লাগাম ষড়যন্ত্রমূলক দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল  গৌরনদীতে সকালে আন্দোলন, দুপুরেই স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ বাউফলে বাল্যবিবাহ’র আয়োজনে হঠাৎ বেরসিক ইউএনও, অতপর…. পটুয়াখালীতে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত যুবদল নেতা হ*ত্যার প্রতিবাদে বাউফলে জামায়াত-শিবির এর বিরুদ্ধে বিএনপির বিক্ষো*ভ

পটুয়াখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আনোয়ার হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন, পটুয়াখালীঃ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’ এর ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে ১২ টায় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম রশিদী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাসান আলী’র উপস্থাপনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল বশর আজিজী।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইসলামী জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওঃ আর আই এম অহিদুজ্জামান, জেলা মুজাহিদ কমিটির নায়েবে আমীর মুফতী আব্দুর রহমান আব্বাসী, জেলা ইসলামী আন্দোলনের সহকারী সম্পাদক মাস্টার মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় ইসলামী ছাত্র আন্দোলনের সুরা সদস্য মো. আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সভাপতি মাওঃ মো. আবুল হাসান, জেলা জাতীয় শিক্ষক সভাপতি মাওঃ মো. আনসার উল্লাহ আনসারী, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন, সাবেক ছাত্র নেতা এইচ এম আবু তাহের, সাবেক ছাত্র নেতা মো. ইলিয়াস আহম্মদ, সাবেক ছাত্র নেতা মো. নজরুল ইসলাম খান, জেলা ইসলামী আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাও: মো. আবুল বশার জিহাদী, ইসলামী ছাত্র আন্দোলন বিএম কলেজের সভাপতি মো. সাইদুল ইসলাম, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি উপাধ্যক্ষ মো. জসিম উদ্দিন জাফর, জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ জাহিদ হোসেন লিটন, ইসলামী ছাত্র আন্দোলন পবিপ্রবি শাখার সভাপতি মুহাম্মদ আজিজুল হক, সহ- সভাপতি এইচ এম আলী হাসান, মির্জাগঞ্জ শাখার সভাপতি মো. আলিউল ইসলাম, দশমিনার সভাপতি ফয়সাল আহম্মদ, সদর উপজেলা শাখার আহবায়ক কাজী আরিফ বিল্লাহ, দুমকি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাসিম, কলাপাড়া শাখার সভাপতি মো. নোমান সিদ্দিকী, পৌর শাখার সভাপতি মাসুদ বিল্লাহ, বাউফল শাখার সভাপতি মো. আবু সালেহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অনেক আন্দোলন-সংগ্রাম শেষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এখন নতুন করে কোন ফ্যাসিস্ট যদি ক্ষমতায় এসে দখলদারিত্ব ও নৈরাজ্য সৃস্টি করতে চায় তাদেরকে কঠিনভাবে প্রতিহত করতে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ গঠনের জন্য সুযোগ দিতে হবে, সময় দিতে হবে, পরামর্শ দিয়ে তাদের পাশে থেকে কাজ করতে হবে। সমাবেশে আওয়ামী লীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ করার দাবি করেন প্রধান অতিথি নূরুল বশর আজিজী। সমাবেশে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে ইসলামী ছাত্র আন্দোলনের খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হয় হাজার হাজার নেতা কর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট