1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
সোমবার, ১২ মে ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ৪ লক্ষ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ রেটিনা প্লাস নার্সিং ভর্তি কোচিং পটুয়াখালী শাখার ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত পটুয়াখালীতে অ*গ্নিকা*ন্ডে কসমেটিক্সের একটি দোকান ভ*স্মি*ভূত  বাউফলে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে চলা মানববন্ধন পন্ড রহস্যময় ঐতিহ্যবাহী শাহ সূফী হযরত ইয়ারউদ্দীন খলিফা (রঃ) মাজার ও জীবনী পটুয়াখালীতে কৃষি কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবীতে কৃষক-কৃষানীদের মানববন্ধন পটুয়াখালীতে গণধ*র্ষণে*র শিকার এক তালাকপ্রাপ্তা মহিলা বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ

যত্নে পালন করা তিনটি গরু চুরি হওয়ায় নিঃস্ব শফিক হাওলাদার

মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালীঃ পটুয়াখালী দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কৃষক শফিক হাওলাদারের তিনটি গরু চুরি হয়ে যাওয়ায় বর্তমানে নিঃস্ব হয়ে গেছে। ৪ঠা সেপ্টেম্বর (বুধবার) দিবাগত গভীর রাতে গোয়াল ঘরের শিকল কেটে একত্রে তিনটি গরুই চুরি হয়ে যায় যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। অতি যত্নে লালন-পালন করা গরুগুলো হারিয়ে শফিকের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আইনি সহায়তা পাওয়ার জন্য এ নিয়ে দুমকি থানায় একটি সাধারন ডায়েরী করেন।

জানা যায়, অন্যের জমি চাষ করে জীবন যাপন করা শফিক হাওলাদার অবসরের নির্মান শ্রমিকের কাজ করেন। পরিবারে তার একটি প্রতিবন্ধী ছেলে সন্তানসহ মোট ৫ জন। সংসারে একমাত্র উপার্জনক্ষম শফিক পরিবারের খরচ মিটিয়ে অল্প অল্প করে টাকা জমিয়ে ৩ বছর পূর্বে প্রথমবারের মতো একটি গরু কিনে। সেখান থেকে আরো দুটি গরু বেড়ে তিনটি গরু হয়। কিছুদিন পূর্বে স্থানীয় এনজিও থেকে লোন নিয়ে গোয়াল ঘর তৈরি করেন। গরু তিনটি লালন পালন করার জন্য শফিকের স্ত্রী ও সন্তানরা প্রতিদিন প্রতিবেশীদের ঘর থেকে ভাতের মার ও পতিত জমি থেকে ঘাস খেতে এনে খাওয়াতেন। শখের গরুগুলো হারিয়ে এখন তা শুধুই স্মৃতি।

সরজমিনে গিয়ে দেখা যায়, কৃষক শফিক হাওলাদার প্রিয় গরুগুলো হারিয়ে কান্নায় বিলোপ করছেন। তার জরাজীর্ণ বসত ঘরের পাশেই গোয়াল ঘরের অবস্থান। প্রতিদিনের মতো এদিন রাতেও সে ঘুমানোর পূর্বে গোয়াল ঘরের তালা লাগানো নিশ্চিত করে। রাত তিনটার দিকে গোয়াল ঘরের দিকে তাকিয়ে দেখতে পায় শিকল কাটা এবং গোয়াল ঘর পুরো খালি। দিশেহারা হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরাও তখন খোঁজাখুঁজি শুরু করে। ধারণা করা হয় চোরেরা গরু গুলো নিয়ে ঘর থেকে ২০০ মিটার দূরে নদীতে ট্রলারে করে দক্ষিণ দিকে পালিয়ে যায়।

এ ব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোঃ আব্দুল হান্নান বলেন, চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা আন্তরিকতার সহিত ব্যাপারটিতে যথাযথ আইনী ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট