• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

যত্নে পালন করা তিনটি গরু চুরি হওয়ায় নিঃস্ব শফিক হাওলাদার

মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালীঃ / ২৩৭ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালীঃ পটুয়াখালী দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কৃষক শফিক হাওলাদারের তিনটি গরু চুরি হয়ে যাওয়ায় বর্তমানে নিঃস্ব হয়ে গেছে। ৪ঠা সেপ্টেম্বর (বুধবার) দিবাগত গভীর রাতে গোয়াল ঘরের শিকল কেটে একত্রে তিনটি গরুই চুরি হয়ে যায় যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। অতি যত্নে লালন-পালন করা গরুগুলো হারিয়ে শফিকের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আইনি সহায়তা পাওয়ার জন্য এ নিয়ে দুমকি থানায় একটি সাধারন ডায়েরী করেন।

জানা যায়, অন্যের জমি চাষ করে জীবন যাপন করা শফিক হাওলাদার অবসরের নির্মান শ্রমিকের কাজ করেন। পরিবারে তার একটি প্রতিবন্ধী ছেলে সন্তানসহ মোট ৫ জন। সংসারে একমাত্র উপার্জনক্ষম শফিক পরিবারের খরচ মিটিয়ে অল্প অল্প করে টাকা জমিয়ে ৩ বছর পূর্বে প্রথমবারের মতো একটি গরু কিনে। সেখান থেকে আরো দুটি গরু বেড়ে তিনটি গরু হয়। কিছুদিন পূর্বে স্থানীয় এনজিও থেকে লোন নিয়ে গোয়াল ঘর তৈরি করেন। গরু তিনটি লালন পালন করার জন্য শফিকের স্ত্রী ও সন্তানরা প্রতিদিন প্রতিবেশীদের ঘর থেকে ভাতের মার ও পতিত জমি থেকে ঘাস খেতে এনে খাওয়াতেন। শখের গরুগুলো হারিয়ে এখন তা শুধুই স্মৃতি।

সরজমিনে গিয়ে দেখা যায়, কৃষক শফিক হাওলাদার প্রিয় গরুগুলো হারিয়ে কান্নায় বিলোপ করছেন। তার জরাজীর্ণ বসত ঘরের পাশেই গোয়াল ঘরের অবস্থান। প্রতিদিনের মতো এদিন রাতেও সে ঘুমানোর পূর্বে গোয়াল ঘরের তালা লাগানো নিশ্চিত করে। রাত তিনটার দিকে গোয়াল ঘরের দিকে তাকিয়ে দেখতে পায় শিকল কাটা এবং গোয়াল ঘর পুরো খালি। দিশেহারা হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরাও তখন খোঁজাখুঁজি শুরু করে। ধারণা করা হয় চোরেরা গরু গুলো নিয়ে ঘর থেকে ২০০ মিটার দূরে নদীতে ট্রলারে করে দক্ষিণ দিকে পালিয়ে যায়।

এ ব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোঃ আব্দুল হান্নান বলেন, চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা আন্তরিকতার সহিত ব্যাপারটিতে যথাযথ আইনী ব্যবস্থা নেব।


আরও খবর পড়ুন: