• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে ড্রোনের মাধ্যমে ভূমি জরিপ বন্ধের দাবীতে কৃষকদের মানববন্ধন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ / ১৬১ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে ক্রটিযুক্ত হয়রানিমূলক ডিজিটাল (ড্রোন দ্বরা) ভূমি জরিপ বন্ধ করার জন্য সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় জেএল নং -৪০ এলাকার শত শত ভুক্তভোগী কৃষকদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী জেলার সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় জেএল নং -৪০ এলাকায় ক্রটিযুক্ত ডিজিটাল ভূমি জরিপ বন্ধ করার দাবীতে ইটবাড়িয়া দুই নম্বর ব্রিজ থেকে শত শত ভুক্তভোগী বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনকালে ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় জেএল নং-৪০ এলাকায় ক্রুটিযুক্ত হয়রানিমূলক ডিজিটাল ভূমি জরিপ বন্ধ করার দাবীতে বক্তব্য রাখেন ভূক্তভোগী মো. ইউসুফ আলী তোতা, শাহ আলম গাজী, নাসির গাজী, গিয়াস উদ্দিন হাওলাদার, মো. নিয়াজ ফরাজী, মোশারেফ হোসেন, কামাল হাওলাদার, বাকি বিল্লাহ, নিয়াজ ফরাজী প্রমুখ।

বক্তারা বলেন বিগত সরকারের সময় ২০২২ সালে ইটবাড়িয়া মৌজায় ড্রোন ম্যাপের মাধ্যমে ভূমি জরিপ কার্যক্রম পরিচালনায় নানাবিধ সমস্যার সৃষ্টি হওয়ায়, এ জরিপ কাজ বন্ধ করার দাবীতে ২০২৩ সালের ৭ এপ্রিল ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার শত শত মানুষের অংশগ্রহনে মানববন্ধন করা হয়। একই দাবীতে ২০২৩ সালের ২৫ মে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হলেও অজ্ঞাত কারনে ড্রোন ম্যাপের মাধ্যমে ক্রটিযুক্ত ভূমি জরিপ বন্ধ করা হয়নি। ড্রোন ম্যাপের মাধ্যমে জনগণকে বিভিন্ন প্রকার হয়রানি, জরিপ কর্মকর্তারা জরিপের নামে অবৈধভাবে অর্থ নিয়ে সঠিকভাবে আইল সীমানা না করে একজনের একদাগের জমি একাধিক দাগ সৃষ্টি এবং অন্যের নামে জরিপ কার্যক্রম চালাইতে থাকে। ড্রোন ম্যাপের সময় কোনো ধরনের প্রচার মাইকিং না করে ক্রটিযুক্ত জরিপ করে এলাকার শত শত মানুষকে জমি থেকে বঞ্চিত করেই ক্ষান্ত হয়নি। জরিপকারীরা অর্থের বিনিময়ে একজনের ভূমি অন্যজনের নামে রেকর্ড করিয়ে এলাকায় গরীব মানুষের মধ্যে মারামারি, হানাহানি, মামলা মোকদ্দমায় মানুষ নিঃস্ব হচ্ছে, গরীব থেকে আরো গরীব হচ্ছে। তাই ক্রুটিযুক্ত ডিজিটাল ভূমি জরিপ বন্ধ করার জন্য জোর দাবী করেন বক্তারা।

পরে ভুক্তভোগী কয়েকজন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম এর কাছে উক্ত দাবী সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহন করে দাবী বিবেচনার আশ্বাস দেন।


আরও খবর পড়ুন: