জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালী সরকারি জুবলি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার পরিবারকে নগদ ১ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
শুক্রবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে জামায়াতের আমীরের পক্ষ থেকে কেন্দ্রীয় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার পিতা রতন চন্দ্র তরুয়ার হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দেন। এ সময় হৃদয় চন্দ্র তরুয়ার মা অর্চনা রানী, বোন রিতু রানী তরুয়াসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জামায়াত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন কেন্দ্রীয় জামায়তের কর্মপর্ষদের সদস্য ফখর উদ্দিন খান রাজী, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. শাহ আলম, নায়েবে আমীর এ্যাডঃ নাজমুল আহসান, জেলা শাখার সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ, শহর শাখার আমীর আবুল বাশার, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন প্রমুখ।
জামায়াতে ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত পটুয়াখালী জেলায় ২১ জনকে এক লক্ষ করে ২১ লক্ষ টাকার অনুদান দেওয়া হবে বলে কেন্দ্রীয় জামায়াত নেতা ফখর উদ্দিন খান রাজী জানান।