মোঃ লোকমান মৃধা, পটুয়াখালীঃ গণহত্যাকারী পলাতক শেখ হাসিনার ফাঁসির দাবীতে পটুয়াখালীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১০ টার দিকে শহরের মহিলা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে পটুয়াখালী লঞ্চ ঘাটের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও থানা যুবদলের আহ্বায়ক মোঃ রিমু। এ সময় এ নেতা বলেন, গত ১৫ বছরে স্বৈরাচার খুনি হাসিনার নির্দেশে তার দোসররা খুন-ঘুম-হত্যা-ধর্ষণ-নির্যাতন ও শাপলা চত্বরে মাদ্রাসার ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা, দেশপ্রেমিক সেনাবাহিনীর মেধাবী ৫৭ অফিসারকে গুলি করে হত্যা, ছাত্র জনতার উপরে হাসিনার হায়না বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা ও ২৮ অক্টোবর ঢাকা বিএনপির মহাসমাবেশে উপর্যপুরি গুলি চালিয়ে নেতাকর্মীদের হত্যার বিচারের দাবি করছি।
উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন রুহুল আমিন আক্রাম, সহ-সভাপতি; জহিরুল ইসলাম শামীম, যুগ্ম-সাধারণ সম্পাদক; আতিকুল ইসলাম সুজন’ যুগ্ন-সাধারণ সম্পাদক; সাইফুল মৃধা, যুগ্ম-সাধারণ সম্পাদক; কুদ্দস মিয়া, সদস্য ও আবু সাহিন, জেলা যুবদল।