জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে দেশের বর্তমান অবস্থা ও সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন আমার বাংলাদেশ এবি পার্টি পটুয়াখালী জেলা কমিটি।
মঙ্গলবার (২০’আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় পটুয়াখালী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এবি পার্টি আয়োজিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় এবি পার্টির যুগ্ম-আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আমাদের লক্ষ্য ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি মানুষের মৌলিক ও নাগরিক অধিকার, বাক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে উন্নীত করা। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা, প্রেরণা সৃষ্টি, উন্নয়ন গবেষণা, নেতৃত্ব তৈরি, সামাজিক ও রাষ্ট্রীয় সংস্কার ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের এবি পার্টির প্রধান লক্ষ্য। হিংসা, বিভেদ, হানাহানি, দুর্নীতি ও দলীয়করণের রাজনীতিতে পুরনো দলগুলো অভ্যস্থ হয়ে গেছে তাই নতুন চিন্তার রাজনীতি দরকার যা সমাজ ও রাষ্ট্র ব্যবহারে ভুয়শী ভুমিকা পালন করবে।
আরো উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল বিভাগের সহ সমন্বয়ক ও পটুয়াখালী জেলার সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন।