1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ গ্রহণ পবিত্র কোরআন শরীফ নাজিলের ১৪৪৮ বছর পূর্ণ পটুয়াখালীতে ৫০ বছরের ঐতিহ্যবাহী কাযুস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশের সব সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত পটুয়াখালীতে বিএনপির শহীদ ও প্রয়াত নেতৃবৃন্দের জন্য দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত পটুয়াখালীতে বিদ্যালয়ের নতুন ভবন কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বাউফলে ৪৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন সহ অর্থ বিতরণ করলেন ইউএনও সারা দেশের ন্যায় পটুয়াখালীতে পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক

গলাচিপায় ঘরের উপর গাছ চাপা পরায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা, পটুয়াখালীঃ গলাচিপায় ঘরের উপর গাছ চাপা পরায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে একটি পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর সভার ৩-নং ওয়ার্ডের শান্তিবাগ একাকায়। শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে চলামান বৈরি আবহাওয়ায় একটানা ভাড়ি বৃষ্টির ও ঝড় হাওয়ার কারনে ঘরের পাশে থাকা বড় বড় রেইনট্রি, মেহগুনী, নারিকেল গাছ উপরে পরে। এতে একটি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং অপর একটি ঘরের আংশিক ক্ষতি সাধিত হয়। সরেজমিনে জানা যায়, পরনের বস্র ছারা সাংসারিক ব্যাবহারিক কোন মালামাল কিছুই রক্ষা করতে পারেনি অসহায় পরিবার। এসময়ে ঘরে থাকা বিধবা নারী, মনিরা বেগম, তার এক কন্যা ও এক পুত্রের ডাক চিৎকারে আশপাশের লোকজন অক্ষত অবস্থায় তাদেরকে উদ্ধার করেন।

ক্ষতিগ্রস্ত পরিবার একটি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন সময়ে ৬/৭ বছর পূর্বে হতদরিদ্র পরিবারকে একটি সরকারি ঘর বরাদ্দ পায় বজ্রপাতে নিহত মোঃ মোস্তোফা হাওলাদারের স্ত্রী মণিরা বেগম এর বসতী ঘর। মণিরা বেগম বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে জীবিকা পরিচালিত করে বলে জানা যায়। অপর ক্ষতিগ্রস্ত পরিবারটি হলো আব্দুল আলী’র বসতবাড়ি।

এঘটনায় গলাচিপা উপজেলা প্রশাসন খোঁজখবর রাখছেন বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের কার্মকর্তা খোকন চন্দ্র দাস মুঠোফোন জানান। এছাড়া মাসিক আইনশৃঙ্খলা মিটিংএ গুরুত্বসহকারে উপস্থাপন করা হবে বলেও তিনি জানান। ঘটনাস্থলে পৌর মেয়র মোঃ আহসানুল হক তুহিন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি টিম পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিধ্বস্ত ঘর মেরামত ও গাছ অপসারণের দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রশাসন ও সরকারের প্রতি জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট