জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্ম দিবসে তাঁর আশুরোগ মুক্তি কামনায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে পটুয়াখালীতেও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আসর নামাজ বাদ শহরের মদিনা জামে মসজিদে এ দোয়া-মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মদিনা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আবু ইউসুফ।
এ দোয়া মোনাজাতে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, শ্রমিক দলের সভাপতি জাহিদুল হক খানসহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ 














